E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাবির ইংরেজি বিভাগের ভর্তি যোগ্যতার শর্ত শিথিল

২০১৪ অক্টোবর ১৪ ১২:৪৩:৪৭
ঢাবির ইংরেজি বিভাগের ভর্তি যোগ্যতার শর্ত শিথিল

স্টাফ রিপোর্টার, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ভর্তি যোগ্যতার শর্ত শিথিল করা হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ১১টায় ভর্তি কমিটির একটি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেন।

ঢাবির সিনেট ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে উপাচার্য বলেন, ইংরেজি বিভাগে ভর্তির জন্য দেওয়া শর্তে ছিল ইলেকটিভ ইংলিশে কমপক্ষে ১৫ নম্বর পেতে হবে। সেটা কমিয়ে এখন ৮ করা হয়েছে। আর ইংরেজি বিষয় পেতে হলে জেনারেল ইংলিশে ১৮ নম্বর পেতে হবে।

তিনি আরও বলেন, এ শর্ত অনুসারে খ ইউনিট থেকে যত জন ইংরেজি বিষয় পাওয়ার যোগ্য হবে, ততজনকেই নেওয়া হবে। আর বাকি আসনগুলো ঘ ইউনিট থেকে নিয়ে পূরণ করা হবে।

(ওএস/অ/অক্টোবর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test