E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুবি’র স্নাতক প্রথম বর্ষ ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

২০১৪ অক্টোবর ১৪ ১৮:৪৪:১১
কুবি’র স্নাতক প্রথম বর্ষ ভর্তি আবেদনের সময় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর ২০১৪ ইং তারিখ পর্যন্ত দিন-রাত যেকোন সময়, এমনকি বন্ধের দিনও আবেদন করা যাবে। পূর্ব নির্ধারিত ভর্তি পরীক্ষার তারিখ ১২ এবং ১৩ ডিসেম্বর ২০১৪ ইং এর পরিবর্তে ১৭ ও ১৮ ডিসেম্বর ২০১৪ ইং তারিখ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারে ২০১৩/২০১৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/আলিম/সমমানের পরীক্ষা এবং ২০১১/২০১২ সালে অনুষ্ঠিত এসএসসি/দাখিল/সমমান পরীক্ষাতে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

বিজ্ঞান শাখার শিক্ষার্থী ই ইউনিটে আবেদন করতে এস.এস.সি ও এইচ.এস.সি/সমমান (চতুর্থ বিষয়সহ) উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে। বিজ্ঞান শাখার শিক্ষার্থী C ইউনিটে আবেদন করতে এস.এস.সি ও এইচ.এস.সি/সমমান (চতুর্থ বিষয়সহ) উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

মানবিক শাখার শিক্ষার্থী C ইউনিটে আবেদন করতে এস.এস.সি ও এইচ.এস.সি/সমমান (চতুর্থ বিষয়সহ) উভয় পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী B ইউনিটে আবেদন করতে এস.এস.সি ও এইচ.এস.সি/সমমান (চতুর্থ বিষয়সহ) উভয় পরীক্ষায় মোট জিপিএ ৬.৫০ এবং উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে।

ইউনিট ভিত্তিক পরীক্ষার তারিখ, সময়সূচী, স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও পত্রিকা মারফত জানা যাবে। ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্যাবলী ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি নির্দেশিকা থেকে জানা যাবে।

(এইচকেজে/এএস/অক্টোবর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test