E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাবির প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা

২০১৪ অক্টোবর ১৫ ১৬:৪৯:০৪
রাবির প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে । বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর  মো. ইলিয়াছ হোসেন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ থেকে ২৫ অক্টোবর ২০১৪ তারিখ পর্যন্ত প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচি :

১৯ অক্টোবর ২০১৪ তারিখ রবিবার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-H (বিজোড় রোল নম্বর), সকাল ১১টা থেকে ১২টা ইউনিট-H (জোড় রোল নম্বর), দুপুর ১টা থেকে ২টা ইউনিট-C (বিজোড় রোল নম্বর) ও বিকেল ৩.৩০ টা থেকে ৪.৩০ টা ইউনিট-C (জোড় রোল নম্বর)।

২০ অক্টোবর ২০১৪ তারিখ সোমবার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-F (বিজ্ঞান গ্রুপ), সকাল ১১টা থেকে ১২টা ইউনিট-F (অ-বিজ্ঞান গ্র“প) ও দুপুর ১টা থেকে ২টা ইউনিট-G।

২১ অক্টোবর ২০১৪ তারিখ ম ঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-D (বাণিজ্য : বিজোড় রোল নম্বর), সকাল ১১টা থেকে ১২টা ইউনিট-D (বাণিজ্য: জোড় রোল নম্বর এবং সকল অ-বাণিজ্য রোল নম্বর), দুপুর ১টা থেকে ২টা ইউনিট-E (বিজোড় রোল নম্বর) ও বিকেল ৩.৩০ টা থেকে ৪.৩০ টা ইউনিট-E (জোড় রোল নম্বর)।

২২ অক্টোবর ২০১৪ তারিখ বুধবার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-B (বিজোড় রোল নম্বর), সকাল ১১টা থেকে ১২টা ইউনিট-B (জোড় রোল নম্বর), দুপুর ১টা থেকে ২টা ইউনিট-A (বিজোড় রোল নম্বর) ও বিকেল ৩.৩০ টা থেকে ৪.৩০ টা ইউনিট-A (জোড় রোল নম্বর)।

ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাসসহ প্রয়োজনীয় তথ্যাদি ভর্তিচ্ছুদের নিজ দায়িত্বে জেনে নিতে হবে। আসন বিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd অথবা admission.ru.ac.bd থেকে জানা যাবে।

(আইএইচএস/এএস/অক্টোবর ১৫, ২০১৪)




পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test