E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাউশির কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর

২০২২ ডিসেম্বর ১৫ ১৮:০৯:১৮
মাউশির কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মচারী নিয়োগের ১৮টি পদের লিখিত পরীক্ষা হলেও ১১টি পদের ফলাফল প্রকাশ করা হয়েছে। যেসব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে সেসব পদের জন্য মৌখিক পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হয়েছে। আগামী ২০ ডিসেম্বর থেকে এই মৌখিক পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মাউশি।

মাউশি থেকে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মাউশির অফিস ও স্কুল-কলেজে দেশব্যাপী ২৪টি পদে চার হাজার ৩২ জনকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়ার লক্ষ্যে ২০২০ সালের ২২ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। চার ধাপে নিয়োগের লিখিত পরীক্ষা ঠিকঠাক হলেও পঞ্চম ধাপের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এরপর রাজধানীর একাধিক পরীক্ষাকেন্দ্রে প্রার্থীর কাছে উত্তর সরবরাহ করার প্রমাণ পায় গোয়েন্দা পুলিশ। এর সূত্র ধরে মাউশির অধীনস্থ দুজন কর্মকর্তা ও তিনজন কর্মচারীকে আটক করে ডিবি।

মাউশি কর্মকর্তারা জানান, গত ১৩ মে ৫১৩ জন অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য ঢাকা মহানগরের ৬১ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পদে নিয়োগের জন্য এক লাখ ৭৯ হাজার ২৯৪ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর ১২টি কেন্দ্রের কয়েকজন পরীক্ষার্থীর কাছে প্রশ্নের উত্তর সরবরাহ করা হয়।

জানা যায়, মাউশির নিয়োগ পরীক্ষার ষষ্ঠ ধাপে, চলতি বছরের ৩ জুন লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। পঞ্চম ধাপে পরীক্ষার প্রশ্নফাঁস হওয়ায় বর্তমানে দুটি ধাপের পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। শেষ ধাপে হিসাব সহকারী পদে ১০৬টি পদের জন্য ৭৩ হাজারের বেশি প্রার্থী আবেদন করেন।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, কর্মচারী নিয়োগের জন্য এ পর্যন্ত ১৭ পদের লিখিত পরীক্ষা নেওয়া হয়। এরমধ্যে ১১টি পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। কয়েকটি পদের গ্রেড নিয়ে জটিলতা রয়েছে। আমরা লিখিতভাবে শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছি। এ বিষয়ে নির্দেশনা এলে এসব পদের ফলাফল প্রকাশ করা হবে। অফিস সহায়ক পদের ফলাফলও তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, এ পর্যন্ত যেসব পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এরমধ্যে আগামী ২০ ডিসেম্বর বুক সর্টার পদের মৌখিক পরীক্ষা শুরু করা হচ্ছে। ধাপে ধাপে অন্যান্য পদের মৌখিক পরীক্ষাও নেওয়া হবে। আগামী বছরের জানুয়ারিতে চূড়ান্তভাবে নির্বাচিতদের নিয়োগ দেওয়া হবে।

দুটি ধাপের স্থগিত পরীক্ষা কবে নাগাদ আয়োজন করা হতে পারে জানতে চাইলে তিনি বলেন, প্রশ্নফাঁসের কারণে দুই ধাপের কয়েকটি পদের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। কবে এসব পরীক্ষা আয়োজন করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৫, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test