E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাবিতে প্রথম বর্ষে ভর্তির জন্য সাক্ষাৎকার

২০১৪ অক্টোবর ১৭ ১২:৫৪:৪৪
জাবিতে প্রথম বর্ষে ভর্তির জন্য সাক্ষাৎকার

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার ডিসেম্বরের ১-৪ তারিখ অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আলী একথা বলেন। এ সময়ে সব ইউনিটের সাক্ষাৎকার, চারুকলা ও নাট্যতত্ত্ব বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া, একই সময়ে কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ২০০ টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয় শাখা অগ্রণী ব্যাংক থেকে আবেদনপত্র সংগ্রহ করে জমা দিতে পারবেন। এ ক্ষেত্রে অনুমোদিত ছয়টি কোটার স্বপক্ষে অনুমোদিত কর্তৃপক্ষের সনদপত্র বা প্রমাণপত্রের অনুলিপি জমা দিতে হবে। কোটাগুলো হলো মুক্তিযোদ্ধা, জাবিতে চাকরিরতদের সন্তান বা পোষ্য, প্রতিবন্ধী, উপজাতি, খেলোয়াড় ও সাংস্কৃতিক কোটা।

সাক্ষাৎকারে ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা ৮ ডিসেম্বর সংশ্লিষ্ট অনুষদের ডিন অফিসের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www.juniv.edu/admission পাওয়া যাবে।

(ওএস/এনডি/অক্টোবর ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test