E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএএফ শাহীন কলেজের সামনের ফুটওভার ব্রিজে এস্কেলেটর বসানোর ঘোষণা

২০২২ ডিসেম্বর ২৬ ১২:৩০:৪২
বিএএফ শাহীন কলেজের সামনের ফুটওভার ব্রিজে এস্কেলেটর বসানোর ঘোষণা

স্টাফ রিপোর্টার : শিক্ষার্থী ও পথচারীদের সুবিধার কথা বিবেচনা করে রাজধানীর বিএএফ শাহীন কলেজের ফুটওভার ব্রিজে চলন্ত সিঁড়ি (এস্কেলেটর) স্থাপনের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিএএফ শাহীন কলেজ মাঠে এক্স শাহীন অ্যাসোসিয়েশন অব ঢাকার পুনর্মিলনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

ডিএনসিসি মেয়র বলেন, ‘কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন— বিদ্যা অর্জন সহজ, কিন্তু শিক্ষা অর্জন করা সহজ নয়। এখান থেকে আমরা সে ‘শিক্ষা’ অর্জন করেছি। বড়দের শ্রদ্ধা করা, ছোটদের ভালোবাসার যে শিক্ষা সেটি পেয়েছি। আমরা যেমন বিদ্যা অর্জন করেছি, তেমনি শিক্ষাও পেয়েছি। শাহীন স্কুল আমাকে আজকের অবস্থানে আসতে সাহায্য করেছে।

আতিকুল ইসলাম বলেন, ‘বিএএফ শাহীনে পড়াশোনা করতে পেরে আমি গর্বিত। কারণ ঢাকায় যতগুলো কলেজ আছে তার মধ্যে শাহীন কলেজ অন্যতম। শাহীন কলেজে রয়েছে বড় খেলার মাঠ। এখানে ক্রিকেট, ফুটবল ও ভলিবলসহ বিভিন্ন খেলার সুযোগ রয়েছে। আমরা গর্ববোধ করি। এ প্রতিষ্ঠান পড়ালেখার পাশাপাশি আমাদের শিখিয়েছে বড়দের শ্রদ্ধা করা, মানুষের বিপদে পাশে দাঁড়ানো। এ প্রতিষ্ঠানের ঋণ শোধ করা সম্ভব নয়। আজ আমি ঢাকা উত্তরের মেয়র। শাহীন কলেজই আমার ফাউন্ডেশন তৈরি করে দিয়েছে।’

তিনি বলেন, ‘এ কলেজের মাঠ আমাকে ডাকে, ক্লাসরুম আমাকে এখনো ডাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল এ প্রতিষ্ঠানের ছাত্র ছিলেন। শেখ কামাল এ মাঠে খেলাধুলা করেছেন। তার স্মৃতি আমাদের অনুপ্রেরণা, আমাদের শক্তি।’

এসময় শহীদ শেখ কামালের নামে কলেজের ভবনের নামকরণের জন্য আহ্বান জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে। শেখ কামালের নামে ভবন ও লাইব্রেরির নামকরণ হলে ভবিষ্যৎ প্রজন্ম তার সম্পর্কে জানতে পারবে।’

অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিএএফ শাহীন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল জাহিদুর রহমান, ইসাডের সাবেক সভাপতি ও উপদেষ্টা জিয়া শামসি, বিএএফ শাহীন কলেজের প্রিন্সিপাল গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাক।

(ওএস/এএস/ডিসেম্বর ২৬, ২০২২)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test