E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনার কারণে তিন বছর বয়স ছাড় পাবেন প্যানেল প্রত্যাশীরা

২০২৩ জানুয়ারি ০৩ ০১:১৬:২৭
করোনার কারণে তিন বছর বয়স ছাড় পাবেন প্যানেল প্রত্যাশীরা

স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা বিদ্যমান আইনের আওতায় আছেন অর্থাৎ যাদের বয়স ৩৮ এর কম তারা আবেদন করতে পারবেন ও চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে। করোনার কারণে তিন বছরের একটা ছাড় আইন অনুযায়ী পাবেন।

সোমবার (২ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে প্যানেল প্রত্যাশীদের নিয়ে এক আলোচনা শেষে তিনি এ কথা বলেন। এসময় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্মকর্তা এবং প্যানেল প্রত্যাশীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের আবেদনের যোগ্যতা রয়েছে, তাদের নেওয়া হবে। নিবন্ধিত ও বয়স ৩৮ এর কম এমন যারা আছেন তাদের একটি সুযোগ রয়েছে। কিন্তু সেটিও আইনের মধ্যেই। আমাদের যতগুলো পদ খালি আছে শুধু ততগুলো পদের জন্য নিয়োগ দেওয়া হবে। পদের চাইতে বেশি লোক নিবন্ধিত হয়েছে। এদের মধ্যে কেউ চাকরি পেয়েছেন, অনেকেই পাননি। এমন নানা বিষয় রয়েছে। তবে আমাদের পক্ষে বিদ্যমান আইনের বাইরে যাওয়ার সুযোগ নেই।

দীপু মনি বলেন, আমরা আন্দোলনকারীদের সব দাবি-দাওয়া ও এনটিআরসিএ এর সব আইন-কানুন পর্যালোচনা করেছি। এখানে বিভিন্ন সময়ে আইন-কানুনে বিভিন্ন পরিবর্তন এসেছে। যারা বিভিন্ন সময়ে শিক্ষক নিবন্ধন পেয়েছেন এবং আবেদন করেছেন ও বিভিন্ন সময়ে আদালতে মামলা মোকাদ্দমা করেছেন সেগুলোও আমরা পর্যালোচনা করেছি। চাকরির বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের বয়স নির্ধারিত সময়ের বাইরে চলে গেছে তাদের আমরা নিতে পারছি না। তবে বিদ্যমান আইন অনুযায়ী যারা আবেদন করছেন তাদের জন্য একটি সুযোগ রয়েছে। আমাদের আইনের বাইরে যাবার সুযোগ নেই। এখানে অনেকেই আছেন যারা এ আইনের বাইরে পড়ে গেছেন তাদের নেওয়ার সুযোগ নেই। অনেকেই মানবিকতার কথা বলেছেন। আমরা তাদের সমস্যার কথা বুঝি। কিন্তু আমাদের আইনের বাইরে যেয়ে কিছু করার সুযোগ নেই।

প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে ২০০ দিনের অধিক সময় আন্দোলন করেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিবন্ধিতরা। ২০২২ সালের গত ৫ জুন থেকে শাহবাগ জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের সামনে অনশন শুরু করেন তারা। ২০০তম দিনে (২১ ডিসেম্বর) রাজধানীর ব্যস্ততম এলাকা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন তারা। শাহবাগ অবরোধ করায় পুলিশ তাদের ওপর হামলা করেছে বলেও অভিযোগ করেছিলেন তারা।

(ওএস/এএস/জানুয়ারি ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test