E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সন্তান পরীক্ষায় কত নম্বর পেলো তা জিজ্ঞাসা করবেন না’

২০২৩ জুন ২৪ ১৯:৪৩:৫৮
‘সন্তান পরীক্ষায় কত নম্বর পেলো তা জিজ্ঞাসা করবেন না’

স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আপনার সন্তান পরীক্ষায় কত নম্বর পেয়েছে তা জিজ্ঞাসা করবেন না, তারা ক্লাসে কি শিখেছে সেটি জানার চেষ্টা করুন। আমাদের শিক্ষার্থীরা অনেক কিছু জানে, কিন্তু নিজেকে সে প্রকাশ করতে পারছে না। তাদের যোগাযোগ স্কিল, সূক্ষ্ম চিন্তা করা ও সমস্যা নিরূপণ এবং তার সমাধান করতে পারছে না।

শনিবার (২৪ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এসএসসি-এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষার্থীরা অনেক জানলেও তাদের কমিউনিকেশন স্কিল দক্ষতা নেই। আমাদের শিক্ষা ব্যবস্থায় সেটি গুরুত্ব দেওয়া হয়নি। ফলে তারা সূক্ষ্মভাবে চিন্তা করতে পারছে না। সমস্যা নিরূপণ ও তার সমাধান করতে পারছে না। দলগতভাবে কাজ করার অভিজ্ঞতা থাকে না বলে নেতৃত্ব সংকট দেখা দেয়। নতুন শিক্ষাক্রমে এসব বিষয় যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে তারা আধুনিক যুগের সঙ্গে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, কারিগরি শিক্ষায় বয়সের সীমা তুলে দেওয়া হয়েছে। যে কেউ যে কোনো বয়সে নিজেকে দক্ষ করে তুলতে ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারবেন। যে দেশ যত বেশি উন্নত হয়েছে সেখানে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার অগ্রগতি বেশি। আমাদের বাবা-মায়েরা মনে করেন, খারাপ শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা। ভালোরা সাধারণ শিক্ষায় পড়ালেখা করে ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে। এ ধারণা থেকে আমাদের সরে আসতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, শুধু জিপিএ-৫ পেলে হবে না, নিজেকে যোগ্য করে তুলতে প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে চলতে হবে। জিপিএ-৫ মানে বর্তমানে ভালো ফল নয়, এ ফল পেয়েও অনেকে ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া সুযোগ পায় না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমান, ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

(ওএস/এএস/জুন ২৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test