E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় জেএসসি-জেডিসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

২০১৪ নভেম্বর ০৭ ১৮:১২:২৮
মাগুরায় জেএসসি-জেডিসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩৬০ জন

মাগুরা প্রতিনিধি : মাগুরায় জেএসসির বাংলা প্রথম পত্র ও জেডিসির কোরআন মজিদ ও তাসবিদ পরিক্ষার প্রথম দিনে ৩৬০জন পরিক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে জেএসসিতে ২৫৩ জন ও জেডিসিতে ১০৭জন পরিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

জেলা প্রশাসন কার্যালয় জানিয়েছে, এবারের জেএসসি ও জেডিসি পরিক্ষায় জেলার ২৩টি কেন্দ্রে ১৫ হাজার ৯০৩জন পরিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে জেএসসি পরিক্ষায় ১৩ হাজার ৩৮৬ ও জেডিসিতে ২হাজার ৫১৭জন পরিক্ষার্থী অংশ নিচ্ছেন। উল্লেখিত পরিক্ষার্থীর মধ্যে প্রথম দিনে ৩৬০ জন পরিক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

ছাত্রছাত্রীদের ব্যাপক অনুপস্থিত থাকার কারণ সম্পর্কে জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার মো: ফজলে আলম জানান- প্রস্তুতি সম্পন্ন না হওয়া, শারীরিক অসুস্থতাসহ বিভিন্ন কারণে এসব ছাত্রছাত্রীরা অনুপস্থিত থাকতে পারে। তবে অনুপস্থিতির প্রকৃত কারণ ও করনীয় সম্পর্কে আমরা জানতে চেষ্টা চালাচ্ছি।

(দিসি/অ/নভেম্বর ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test