E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জেএসসিতে চকময়রাম মডেল ও পিএসসিতে কেজি স্কুল শীর্ষে

২০১৪ ডিসেম্বর ৩০ ১৮:২২:৩১
জেএসসিতে চকময়রাম মডেল ও পিএসসিতে কেজি স্কুল শীর্ষে

নওগাঁ প্রতিনিধি : চলতি বছরের জেএসসি ও পিএসসি পরীক্ষার ফলাফলে এবারও নওগাঁর ধামইরহাট উপজেলার চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয় জেএসসিতে ও ধামইরহাট কেজি স্কুল পিএসসিতে শীর্ষ স্থান অর্জন করেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা শিক্ষা অফিসার নাদিরউজ্জামান চলতি বছরে এ উপজেলায় অনুষ্ঠিত জেএসসি, জেডিসি, পিএসসি ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর পরীক্ষার ফলাফল উপজেলা চেয়ারম্যান মোঃ মঈন উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার হোসেন আহমেদ এর নিকট হস্তান্তর করেন। এবার এ উপজেলায় পিএসসি পরীক্ষায় ২ হাজার ৭৭৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ২ হাজার ৭৫৯ জন কৃতকার্য হয়। পাসের হার ৯৯.৪৫ ভাগ।

জিপিএ-৫ পেয়েছে ১শ’ ৮৭ জন। উপজেলার মধ্যে ধামইরহাট কেজি স্কুল এবার ফলাফলে শীর্ষ স্থান অর্জন করেছে। এ স্কুল থেকে ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ জন জিপিএ-৫ পেয়েছে। ইবতেদায়ী পরীক্ষায় ৫শ’ জন অংশ গ্রহণ করে সকলে পাস করেছে। ইবতেদায়ী পরীক্ষায় ৫ জন জিপিএ-৫ পেয়েছে। ৪জন গাংরা ইসলামীয়া বালিকা দাখিল মাদ্রাসা ও ১ জন মাহমুদপুর ফাজিল মাদ্রাসার ছাত্র। এদিকে জেএসসিতে বরাবরের মতো এবারও চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয় উপজেলার মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে।

এ বিদ্যালয় থেকে ২শ’ ২ জন শিক্ষার্র্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে সকলে পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন। জেডিসি পরীক্ষায় এবারও রঘুনাথপুর কামিল মাদ্রাসা উপজেলার মধ্যে শীর্ষে রয়েছে। এ মাদ্রাসা থেকে ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে সকলে পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৮ জন। ধামইরহাট ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ১জন। অপরদিকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় নওগাঁর পোরশায় ১৮ শতাধিক পরীক্ষার্থীর মধ্যে ৩শ’ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

(বিএম/এএস/ডিসম্বের ৩০, ২০১৪)


পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test