E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০১৫ জানুয়ারি ১৮ ১৭:০১:৫১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এতে প্রথম মেধা তালিকায় এক লাখ ৯৯ হাজার ১৭০ জনকে আসন বরাদ্দ দেয়া হয়েছে। আসন শূন্য থাকা সাপেক্ষে পরবর্তী সময়ে দ্বিতীয় মেধা তালিকা ও এরপর রিলিজ স্লিপ প্রকাশ করা হবে। বিভিন্ন বিষয়ে মোট দুই লাখ ৬৯ হাজার ৩৭৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে বলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়।
 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার দুপুরে এ তথ্য জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.nu.edu.bd/admissions এ ফলাফল পাওয়া যাবে। সংশ্লিষ্ট কলেজ থেকেও ফলাফল পাওয়া যাবে।

এসএমএসের মাধ্যমেও ফলাফল পাওয়া যাবে। মোবাইলের মাধ্যমে ফল জানতে nu লিখে স্পেস দিয়ে AT লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফল জানা যাবে।

গত ১৯ ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে একযোগে মোট ১৮০টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় কলা ও সামাজিক বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান শাখায় সর্বমোট ৫ লাখ ১৭ হাজার ৪৫৭ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

(ওএস/এএস/জানুয়ারি ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test