E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০১৫ জানুয়ারি ২০ ১৪:২৩:৩৯
গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পাসের হার ৯১ দশমিক ৭০। মঙ্গলবার বেলা ১১টার দিকে ফল প্রকাশ করা হয়।

এ বছর পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল আট হাজার ২৫৪ জন। অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ছয় হাজার ৫২০জন। পরীক্ষায় অনুপস্থিত ছিল এক হাজার ৭৩৪ জন শিক্ষার্থী।

ফলাফলে সার্বিকভাবে প্রথম হয়েছেন বি. এফ. শাহিন কলেজের সাবরিয়া নার্গিস। ১৮২ নম্বর পেয়ে তিনি প্রথম হয়েছেন। তাছাড়া ২য় হয়েছেন শেরপুর মহিলা কলেজের হুরে জান্নাত এবং ৩য় হয়েছেন ইমাম গাজ্জালি কলেজের মনিরা খাতুন।

পরীক্ষার ফলাফল admission.eis.du.ac.bd এই ওয়েবসাইট থেকে জানা যাবে।

তাছাড়া যেকোন মোবাইল থেকে dugov<স্পেস>পরীক্ষার রোল লিখে ১৬৩২১ এই নম্বরে এসএমএস করলে ফিরতি ম্যাসেজে ফলাফল জানিয়া দেয়া হবে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজসমূহের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২৬ ডিসেম্বর।

(ওএস/এএস/জানুয়ারি ২০, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test