E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘কারিগরি শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগপোযোগি করতে হবে’

২০১৫ জানুয়ারি ২১ ১৩:৫৬:৪১
‘কারিগরি শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগপোযোগি করতে হবে’

স্টাফ রিপোর্টার : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বলেছেন, প্রাইমারি স্কুলে পড়‍াশোনা করার সময় ‍আমার সঙ্গে কোনো ছাত্রী শিক্ষার্থী ছিল না। এখন দেশের সব শিশু স্কুলে যায়। মাধ্যমিক শিক্ষা পর্যন্ত ছেলে-মেয়ে সমতা এসেছে। আগামী এপ্রিলে জাতিসংঘে মহাসম্মেলনে উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশই এক্ষেত্রে শ্রেষ্ঠ স্থান অর্জন করবে।

বুধবার দুপুর ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে টেকনিকেল টিচার্স ট্রেনিং কলেজের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এখন স্বপ্ন নয়, বাস্তবতা। ২০১৫ সালের মধ্যে প্রাথমিকে ছেলে-মেয়ে সমতা অর্জনের যে লক্ষ্য ছিল, ইতোমধ্যে মাধ্যমিক পর্যন্ত ছেলে-মেয়ে সমতা আনা সম্ভব হয়েছে।

মন্ত্রী বলেন, দেশের ৫ কোটির বেশি ছেলে-মেয়ে পড়াশোনা করছে। আর সব মিলিয়ে ৬ কোটি অর্থাৎ মোট জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশের বেশি লোক নিয়ে দেশের শিক্ষা পরিবার।

কারিগরি শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও যুগপোযোগি করতে হবে। এতে বাস্তব শিক্ষাব্যবস্থার প্রসার ঘটাতে হবে বলেও জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, গার্মেন্টস শিল্পের জন্য দক্ষ জনগোষ্ঠী গড়তে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভূমিকা রাখছে। এখনও এখানে কিছু সমস্যা আছে, যা আগামী ক’মাসের মধ্যে সমাধান হবে।

শিক্ষামন্ত্রী বলেন, একসময় দেশের গার্মেন্টস শিল্পে ১৯ হাজার বিদেশি কাজ করতেন। টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং বিজিমইএ’র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর সে সংখ্যা ১২ হাজারে নেমে এসেছে।

টেকনিকেল টিচার্স ট্রেনিং কলেজ ও কারিগরি শিক্ষা অধিদফতরের স্কিল ডেভেলপমেন্ট প্রজেক্ট আয়োজিত নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. মো. ইদ্রিস আলী।

এতে আরও বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কাজিহোকো হিগুচি, কারিগরি অধিদফতরের মহাপরিচালক মো. শাহজাহান মিঞা।

(ওএস/এএস/জানুয়ারি ২১, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test