E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাইকোর্টের নির্দেশ উপেক্ষিত

বামনায় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়

২০১৫ জানুয়ারি ৩০ ১৭:৩৩:৫৪
বামনায় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়

মনোতোষ হাওলাদার : বরগুনার বামনা উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয় এবং ১৩টি মাদ্রাসায় এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণের নামে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পরীক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ফরম পূরণের বাড়তি টাকা হইাকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও অদ্যবধি ফেরত দেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া ওই দুটি পাবলিক পরীক্ষায় পরীক্ষার্থীর কাছ থেকে বিদ্যালয় কর্তৃপক্ষ ফের প্রবেশ পত্রের নামে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানাযায়, এবারে বরগুনার বামনা উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা গুলোতে এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণের নামে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরেও কোনো পরীক্ষার্থীকে ওই অতিরিক্ত টাকা ফেরত দেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। উল্টো আগামী রবিবারে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশ পত্রের ফাঁদ পেতে আরেক দফায় পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে বিদ্যালয় পরীক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরো জানাযায়, এবারে বামনা উপজেলা সারওয়ারজান মডেল স্কুল এন্ড কলেজের কেন্দ্রে ৫টি বিদ্যালয়ের ৫১১ জন ও হলতা ডৌয়াতরঅ সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ৮টি বিদ্যালয়ের ৩১৮ জন পরীক্ষার্থীদের কাছ থেকে ৫শত টাকা করে মোট ৪ লক্ষ ১৪ হাজার ৫০০টাকা প্রবেশ পত্রের ফি বাবদ নেয়া হয়েছে। এছাড়া উপজেলার বামনা সদর আর রশিদ ফাযিল মাদ্রাসা কেন্দ্রে ১২টি মাদ্রাসার ২৭০ জন দাখিল পরীক্ষার্থীদের কাছ থেকে ১ লক্ষ ৮৯ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বিদ্যালয় ও পরীক্ষা কমিটির কর্তৃপক্ষরা।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পরীক্ষার্থী জানান, তারা ফরম পূরণের অতিরিক্ত টাকা হাইকোর্টের নির্দেশ পাওয়া পরে স্ব-স্ব বিদ্যালয়ে ফেরত আনতে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সাথে অশোভন আচারণ করেন। পরে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ পত্র কেন্দ্র ফির নাম করে তাদের কাছ থেকে ৫-৭শত টাকা হাতিয়ে নেয়া হচ্ছে।

এ ব্যাপারে বামনা উপজেলার হলতা ডৌয়াতলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব নুরুল হক খান জানান, পরীক্ষা কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেক পরীক্ষার্থীদের কাছ থেকে ৫শ’ টাকা করে প্রবেশ পত্রে ফি নেয়া হচ্ছে। এই টাকায় কেন্দ্রের অন্যান্য খরচ মেটানো হয়।

বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুকুমার চন্দ্র হাওলাদার জানান, প্রবেশ পত্রের জন্য বোর্ড নির্ধারিত ফি ১শত ৮০টাকার বেশি কোনো প্রতিষ্ঠান নিলে আমরা দোষীদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। আর পরীক্ষা কমিটির বাড়তি টাকা ধার্য্য করার কোনো এখতিয়ার নেই বলে তিনি জানান।

(এমএইচ/এটিআর/জানুয়ারি ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test