E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ৯৩.২৬

২০১৪ মে ১৭ ১৩:৫৩:২০
দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ৯৩.২৬

দিনাজপুর প্রতিনিধি : ২০১৪ সালের এসএসসি পরীক্ষায় দিনাজপুরে মোট ১ লাখ ১৮ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১ লাখ ১০ হাজার ৪৫৮ জন। পাশের হার ৯৩ দশমিক ২৬ শতাংশ। এই বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে মোট ১৪ হাজার ৮২৭ জন।

পাশের হারের দিক থেকে ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে আর জিপিএ-৫ এর দিক থেকে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। মেয়েদের পাশের হার ৯৩ দশমিক ৪২ এবং ছেলেদের পাশের ৯৩ দশমিক ১১। আর ছাত্র জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৩০৯ জন এবং ছাত্রী জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৫১৮ জন।

এবারের এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে সেরা শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় প্রথম হয়েছে- রংপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, দ্বিতীয় হয়েছে- রংপুর জিলা স্কুল এবং তৃতীয় হয়েছে- ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয়।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান,এসএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ড গতবছরের চেয়ে এবার ভালো করেছে। গতবছর পাশের হার ছিলো ৯০ দশমিক ৬০ ভাগ।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ২ হাজার ৫১০টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেন।

(এটি/জেএ/মে ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test