E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইবি শিক্ষকদের ২৪ ঘন্টার আল্টিমেটাম

২০১৪ মে ২০ ১০:৫০:৩৪
ইবি শিক্ষকদের ২৪ ঘন্টার আল্টিমেটাম

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভিসির একক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তাকে দেওয়া শিক্ষকদের ২৪ ঘন্টার আল্টিমেটাম চলছে।

রবিবার অনুষ্ঠিত ১০৫তম একাডেমিক কাউন্সিলের সভায় ‘নতুন করে ১৫টি বিভাগ খোলার ও জনবল বিন্যাস (অর্গানোগ্রাম)’ বিষয়ে শিক্ষকদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ওই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।

সোমবার দুপুরে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকারের সঙ্গে দেখা করে তারা এ সিদ্ধান্তের কথা জানান।

ভিসির সঙ্গে সাক্ষাত করেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আফজাল হোসেন, প্রফেসর ড. শহীদুল ইসলাম নূরী, প্রফেসর ড. আলীনুর রহমান, প্রফেসর এম এয়াকুব আলী, প্রফেসর ড. মিজানুর রহমান, প্রফেসর ড. রুহুল আমিন ভুঁইয়া, প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, প্রফেসর ড. ইকবাল হোসাইন প্রমুখ।

প্রফেসর ড. শহীদুল ইসলাম নূরী বলেন, ‘একাডেমিক কাউন্সিলের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ভিসিকে ২৪ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন না করলে পরবর্তিতে ক্লাস ও পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এ প্রসঙ্গে ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার বলেন, ‘এটা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কেবল একটি পরিকল্পনা মাত্র। তবে কোনো সিদ্ধান্ত যদি বিশ্ববিদ্যালয় সংবিধি লঙ্ঘন হয়, তাহলে তা আপনা আপনিই বাতিল হয়ে যাবে।’

বিশ্ববিদ্যালয়ের ১০৫তম সিন্ডিকেট সভা রবিবার অনুষ্ঠিত হয়। সভায় আলোচ্যসূচির ২ নং প্রস্তাবে বিশ্ববিদ্যালয়ের জনবল অর্গানোগ্রাম বিষয়ক নতুন করে ১৫টি বিভাগ খোলার বিষয়টি উত্থাপিত হলে বেশিরভাগ শিক্ষক এর বিরোধিতা করেন। শিক্ষকদের বিরোধিতার পরও ভিসি উত্থাপিত বিষয়টি পাশ বলে ঘোষণা দেন।

(ওএস/এইচআর/মে ২০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test