E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

২০১৪ মে ২১ ১২:৫৮:১৭
ইবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কর্তৃক গৃহীত নতুন ১৫টি বিভাগ খোলার সিদ্ধান্ত প্রত্যাহার না করায় বুধবার ক্লাস-পরীক্ষা বর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।

উল্লেখ্য, গত ১৮ মে রোববার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১০৫ তম একাডেমিক কাউন্সিলের (এসি) সভায় কোনো এজেন্ডা ছাড়াই উপাচার্য নতুন ১৫টি বিভাগ খোলার সিদ্ধান্ত নিলে শিক্ষকদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। সভা মুলতবি না করেই সভাকক্ষ ত্যাগ করেন উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার।

এদিকে সোমবার শতকরা ৭৫ ভাগ শিক্ষকের মতামতকে উপেক্ষা করে সিদ্ধান্ত নেয়ায় উপাচার্যকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বেধে দেয় বিএনপি-জাময়াত পন্থী ও প্রগতিশীল শিক্ষকদের একাংশ।

আগামী ২৫ মে থেকে ৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি শেষে লাগাতার কর্মসূচি পালন করা হবে বলে ও জানান বিএনপি-জাময়াত পন্থী ও প্রগতিশীল শিক্ষক নেতারা।

(কেকে/অ/মে ২১, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test