E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাবি শিক্ষক চাকরিচ্যুত, ১০২ শিক্ষার্থী বহিষ্কার

২০১৪ মে ২৬ ০৯:৪৬:৫৭
ঢাবি শিক্ষক চাকরিচ্যুত, ১০২ শিক্ষার্থী বহিষ্কার

ঢাবি প্রতিনিধি : পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০২ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া পিএইচডি থিসিসে (অভিসন্দর্ভ) জালিয়াতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক নূর উদ্দিন আলোকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ।

রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী।

প্রক্টর অফিস সূত্রে জানা যায়, গত ২০ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভায় বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট ও এর অধিভুক্ত বিভিন্ন কলেজ থেকে ১০২ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ করা হয়। সুপারিশ অনুযায়ী রবিবারের সিন্ডিকেট সভায় তা অনুমোদন করা হয়। বহিষ্কৃতদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ২৫-৩০ জন হতে পারে বলে সূত্রটি জানিয়েছে।

সূত্র আরো জানায়, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নূর উদ্দিন আলোর পিএইচডি ডিগ্রি ভূয়া বলে প্রমাণিত হওয়ায় ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তা বাতিল করেছে। তাই নৈতিক স্খলনের দায়ে ওই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে।

(এইচআর/মে ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test