E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বুধবার থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তি

২০১৪ মে ২৭ ১৩:৫৩:৪৩
বুধবার থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণীর ভর্তি

নিউজ ডেস্ক : আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ১৩ লাখ ৩৩ হাজার ৩৩১ জন শিক্ষার্থীর একাদশ শ্রেণীর ভর্তি যুদ্ধ।

উচ্চ মাধ্যমিক ২০১৪-১৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ২৮ মে থেকে ১২ জুন পর্যন্ত ভর্তি ফরম উত্তোলন ও জমা দেয়া যাবে। ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে। ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে ২২ জুন। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য এবারও ভর্তি পরীক্ষা নেয়া হবে না। মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই ভর্তি করা হবে।
দেশের সব শিক্ষা বোর্ডের অধীন কলেজগুলোয় মোবাইল অপারেটর টেলিটকে এসএমএস পাঠিয়ে ভর্তির আবেদন করা যাবে।
ভর্তি নীতিমালা, অনলাইনের ভর্তির জন্য নির্বাচিত কলেজের তালিকাসহ এ সংক্রান্ত সকল তথ্য ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www. dhakaeducationboard.gov.bd) থাকবে।
ভর্তি ফরমের মূল্য ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী সাতটি বিভাগীয় শহরের কলেজে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের ৮০ শতাংশ আসন উন্মুক্ত থাকবে। অবশিষ্ট ১০ শতাংশ আসনের মধ্যে ৩ শতাংশ সংশ্লিষ্ট বিভাগীয় সদরের বাইরের এলাকার শিক্ষার্থীদের জন্য, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারি এবং নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাকি ১০ শতাংশ শিক্ষার্থী নিজেদের ইচ্ছেমতো ভর্তি করাতে পারবে। বিভাগীয় শহর ছাড়া অন্য জেলা শহরের কলেজেগুলোতে একই নিয়ম প্রযোজ্য।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে সব বিষয়ের উপর সর্বোচ্চ ৪৩ গ্রেড পয়েন্ট ধরে জিপিএ'র ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করতে হবে। বিজ্ঞান শাখা থেকে কৃতকার্যরা যে কোনো বিভাগে ভর্তি হতে পারবে। মানবিক শাখা থেকে কৃতকার্যরা মানবিকের পাশাপাশি ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তি হতে পারবে। আর ব্যবসায় বিভাগের শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তি হতে পারবে।
বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে সমান জিপিএ প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত, উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞানে প্রাপ্ত জিপিএ বিবেচনায় আনা হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে সমান জিপিএ প্রাপ্তদের ভর্তির ক্ষেত্রে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলায় অর্জিত গ্রেড পয়েন্ট বিবেচনা করা হবে। স্কুল ও কলেজ সংযুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অগ্রাধিকারভিত্তিতে নিজ প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে।
সারাদেশে সরকারি-বেসরকারি ৩ হাজার ৫৪৭টি কলেজ রয়েছে। এরমধ্যে ঢাকা বিভাগে ৯২৩ টি, চট্টগ্রামে ৪৮৮টি, বরিশালে ২৫৭টি, খুলনায় ৫২৭টি, রাজশাহীতে ৬৫৮টি, রংপুরে ৫২৬টি এবং সিলেটে ১৬৮টি।
আর ৭২৪টি স্কুল রয়েছে, যেখানে কলেজ সেকশন রয়েছে। এমন তথ্য বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস)।
পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় রাজধানীসহ দেশের সেরা প্রতিষ্ঠানগুলোয় ভর্তি নিয়ে তীব্র প্রতিযোগিতা হবে।
(ওএস/এএস/মে ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test