E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শুধু পাঠ্যপুস্তকের শিক্ষায় পূর্ণাঙ্গ মানুষ হওয়া সম্ভব নয়’

২০১৬ ফেব্রুয়ারি ১৭ ১৭:০১:৪১
‘শুধু পাঠ্যপুস্তকের শিক্ষায় পূর্ণাঙ্গ মানুষ হওয়া সম্ভব নয়’

শরীয়তপুর প্রতিনিধি : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন শুধু পাঠ্য পুস্তক বা শ্রেনীর কক্ষের শিক্ষা একজন শিক্ষার্থীদেরকে পূর্নাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে পারেনা, তাদেরকে এর পাশাপাশি সাংস্কৃতিক চর্চা, খেলা ধুলা, ক্রীড়া চর্চা সহ নানাবিধ সামাজিক কর্মকান্ডে জরিত থাকতে হবে।

তিনি বলেন, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে তুলবো যাতে আমাদের নুতন প্রজন্ম আধুনিক শিক্ষায় ও জ্ঞান প্রযুক্তিতে সমৃদ্ধ হতে পারে, শিক্ষর্থীরা আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে পারবো, যাতে তারা ভবিষ্যতে দেশের হাল ধরতে পারে।

মন্ত্রী বুধবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার নরকলিকাতা গ্রামে পুলিশ প্রধান একেএম শহিদুল হকের মা বাবার নামে প্রতিষ্ঠিত মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কাির বিতরনী ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন ।

এরপর মন্ত্রী ক্রীড়ানুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। মজিদ জরিনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সংরক্ষিত আসনের সাংসদ এ্যাডভোকেট নাভানা আক্তার, শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন , শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক, শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হুসাইন, ঢাকা রেঞ্জ এর ডিআইজি মোঃ নুরুজ্জামান, ঢাকার পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন ।

(কেএনআই/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test