E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে পাশের হার ৮৯.৫৯

২০১৬ মে ১১ ১৬:১৩:৩১
দিনাজপুরে পাশের হার ৮৯.৫৯

দিনাজপুর প্রতিনিধি : এসএসসিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এবার পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার ৮৯ দশমিক ৫৯ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৮৯৯ জন। গত বছর (২০১৫) পাশের হার ছিলো ৮৫ দশমিক ৫০ শতাংশ, আর জিপিএ-৫ পায় ১০ হাজার ৮৪২ জন।

পাশের হারের দিক থেকে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রদের পাশের হার ৮৯ দশমিক ২৫ শতাংশ, আর ছাত্রীদের পাশের হার ৮৯ দশমিক ৯৫ শতাংশ। তবে জিপিএ-৫-এর দিক থেকে ছাত্ররা এগিয়ে রয়েছে। জিপিএ-৫ পায় মোট ৪ হাজার ৯৮৪ জন ছাত্র, আর ছাত্রী পায় ৩ হাজার ৯১৫ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ড সুত্রে জানা যায়, চলতি বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার মোট ২ হাজার ৫৬৯ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৪৯ হাজার ৫৯২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ১ লাখ ৩৪ হাজার ২১ জন।

বিজ্ঞান বিভাগে মোট ৬৩ হাজার ২২৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫৯ হাজার ৮৮৭ জন। পাশের হার ৯৪ দশমিক ৭২ শতাংশ।

মানবিক বিভাগে মোট ৭৯ হাজার ২১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৭ হাজার ৪৮১ জন। পাশের হার ৮৫ দশমিক ১৯ শতাংশ।

ব্যবসায়ে শিক্ষা বিভাগে মোট ৭ হাজার ১৫০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬ হাজার ৬৫৩ জন। পাশের ৯৩ দশমিক ০৫ শতাংশ।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলা থেকে ২৪০ টি কেন্দ্রে মোট ২ হাজার ৫৬৯টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে এবার শতভাগ পাশ করেছে ২৬৯ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আর ২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন পরীক্ষার্থী পাশ করতে পারেনি।

(এটি/এএস/মে ১১, ২০১৬)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test