E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এইচএসসি ও সমমানের ফলাফলে মেয়েরা এগিয়ে

২০১৬ আগস্ট ১৮ ১৭:৪৩:১৯
এইচএসসি ও সমমানের ফলাফলে মেয়েরা এগিয়ে

নিউজ ডেস্ক : এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা অনেকটাই এগিয়ে রয়েছে। ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এক লাখ কম হলেও ৭৬২৯ ছাত্রী বেশি উত্তীর্ণ হয়েছে। মেয়েদের ৭৫.৬০ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৭৩.৯৩ শতাংশ। ছাত্রের তুলানয় ২ দশমিক ৭১ শতাংশ ছাত্রী বেশি উত্তীর্ণ হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভা কক্ষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চলতি বছরের ঘোষিত এইচএসসি ফল প্রকাশকালে এ তথ্য জানান।

মন্ত্রণালয়ের সরাবরাহকৃত তথ্যানুযায়ী, ঢাকা বোর্ডে চলতি বছর পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৬৪ হাজার ১৮২ ছাত্রী। এর মধ্যে পাস করে ১ লাখ ২৩ হাজার ৩০০ জন। ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৭২ হাজার ৮৩৭ জন। এর মধ্যে পাস করে ১ লাখ ২৪ হাজার ৫০৬ জন।

রাজশাহী বোর্ডে ৫২ হাজার ৭৪ ছাত্রীর মধ্যে পাস করেছে ৪০ হাজার ৯৮৩ জন। ছাত্র ৬৩ হাজার ৭০৬ জনের মধ্যে পাস করেছে ৪৬ হাজার ৩১৮ জন।

কুমিল্লা বোর্ডে ৫৫ হাজার ২৫২ ছাত্রীর মধ্যে পাস করেছে ৩৫ হাজার ৮৯৯ জন। ছাত্র ৫৩ হাজার ১২১ জনের মধ্যে পাস করেছে ৩৩ হাজার ৯৯৬ জন।

যশোর বোর্ডে ৬১ হাজার ২২৯ ছাত্রীর মধ্যে পাস করেছে ৫২ হাজার ৩০৪ জন। ছাত্র ৬৯ হাজার ৩৩৩ জনের মধ্য পাস করেছে ৫৬ হাজার ৬২৫ জন।

চট্টগ্রাম বোর্ডে ছাত্রী ৪৩ হাজার ৬৩৩ জনের মধ্যে পাস করেছে ২৮ হাজার ৫৮৭ জান। ছাত্র সংখ্যা ৪৩ হাজার ৮৩ জনের মধ্যে পাস করেছে ২৭ হাজার ৪২৯ জন।

বরিশাল বোর্ডে ২৯ হাজার ৩৫৭ ছাত্রীর মধ্যে পাস করেছে ২১ হাজার ২৫০ জন। ছাত্র ৩২ হাজার ১৮১ জনের মধ্যে পাস করেছে ২১ হাজার ৯০৭ জন।

সিলেট বোর্ডে ৩৪ হাজার ৪০৬ ছাত্রীর মধ্যে পাস করেছে ২৩ হাজার ৯১ জন। ছাত্র ২৯ হাজার ৫৫৩ জনের মধ্যে পাস করেছে ২০ হাজার ৭৭৯ জন।

দিনাজপুর বোর্ডে ৪৮ হাজার ৭১৬ ছাত্রীর মধ্যে পাস করেছে ৩৫ হাজার ৬৭৩ জন। ছাত্র ৫৪ হাজার ৩৮০ জনের মধ্যে পাস করেছে ৩৭ হাজার ১৫৬ জন।

প্রসঙ্গত, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই বেড়েছে। আটটি সাধারণ এবং মাদ্রাসা, কারিগরিসহ ১০ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ। গতবারের চেয়ে এবার পাসের হার ৫ দশমিক ১০ শতাংশ বেশি।

(ওএস/এএস/আগস্ট ১৮, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test