E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জঙ্গিবাদ রুখতে শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ

২০১৬ আগস্ট ৩১ ২০:১৭:৫৩
জঙ্গিবাদ রুখতে শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ

স্টাফ রিপোর্টার : দেশের শিক্ষক সমাজ শিক্ষা পরিবারের সঙ্গে জড়িত দেশের ৫ কোটি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ন্যায় রাষ্ট্রের মূল্যবোধ পরিপন্থী অশুভ কর্মকাণ্ড প্রতিহত করতে আজ তারা ঐক্যবদ্ধ। এছাড়াও পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও জঙ্গিবাদ নির্মূলে দায়িত্ব পালন করতে হবে।

বুধবার জঙ্গিবাদবিরোধী জাতীয় শিক্ষা কনভেনশন-২০১৬’এ এ কথা বলেন বক্তারা। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘আলোকিত মানুষ হোন, জঙ্গিবাদ প্রতিহত করুন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয় এ কনভেনশন।

সকাল সাড়ে দশটা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ কনভেনশনে তিনজন মন্ত্রী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষাবিদ ও ২৩টি শিক্ষক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

কনভেনশনে ৬ দফা ঘোষণা উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

এছাড়া কনভেনশনে দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি, মাদরাসা এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ২৩টি সংগঠনের প্রায় ৭ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে এ কনভেনশন অনুষ্ঠিত হয়।

সম্মানিত অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, আজকের তরুণরা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। তারাই আগামীর দেশ গড়ার কারিগর। তবে সম্প্রতি কিছু তরুণ বিপথে যাচ্ছে। তাদের ব্যাপারে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে। যাতে তারা বিপথে না যায়।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে যারা ধর্মের নামে মানুষ হত্যা করেছিল, বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছিল তাদের দোসররা আজ জঙ্গিবাদের সঙ্গে জড়িত। তবে জঙ্গিবাদের সমস্যা একটি বৈশ্বিক সমস্যা। কিছু তরুণদের মগজ ধোলাই করে এসবের দিকে নিয়ে আসছেন তাদের তথাকথিত বড় ভাইয়েরা। এদেরকে চিহ্নিত করতে হবে। এক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঞ্চালনায় কনভেনশনে বক্তব্যে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান এমিরিটাস অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী, ওয়ার্ল্ড ইউনির্ভাসিটি অব বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. আবদুল মান্নান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান, বিশ্ব শিক্ষক পরিষদের সভাপতি মাহফুজা খানম প্রমুখ।

(ওএস/এএস/আগস্ট ৩১, ২০১৬)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test