E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ শিক্ষামন্ত্রীর

২০১৭ এপ্রিল ০৬ ১২:২৭:০৩
প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ শিক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টার : শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সকল প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একইসঙ্গে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ না হলে জবাবদিহি করতে হবে বলেও জানান তিনি।

বুধবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে হবে। ব্যর্থ হলে প্রকল্পের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের জবাবদিহি করতে হবে। প্রকল্প পরিচালকদের এ জন্য দায়ভার নিতে হবে।

তিনি আরও বলেন, প্রকল্পগুলোর শতভাগ বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। প্রতি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের কাজ দ্রুত করতে হবে। সভায় বিভিন্ন সংস্থার প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। এতে জানানো হয়, ২০১৬-১৭ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৭৮টি প্রকল্পে মোট বরাদ্দ ৫ হাজার ৩৭০ কোটি ৬৯ লাখ টাকা। এর মধ্যে অবমুক্ত করা হয়েছে ২ হাজার ৯১৬ কোটি ৫২ লাখ টাকা এবং ইতোমধ্যে ব্যয় হয়েছে ১ হাজার ৬৩১ কোটি ৬১ লাখ টাকা। বাস্তবায়ন অগ্রগতি শতকরা ৩০ ভাগ।

এছাড়া বরাদ্দের ৪ হাজার ৫১৩ কোটি টাকা জিওবি খাতের এবং ৮৫৭ কোটি ৬৮ লাখ টাকা প্রকল্প সাহায্য বলেও জানানো হয়। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. অরুনা বিশ্বাস ও অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মহিউদ্দিন খান, শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী দেওয়ান মো. হানজালা এবং বিভিন্ন প্রকল্প পরিচালক উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/এপ্রিল ৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test