E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লড়াইয়ে জাতীয় পর্যায়ের ক্ষুদে প্রোগ্রামাররা

২০১৭ এপ্রিল ০৭ ১২:৪৬:৪৫
লড়াইয়ে জাতীয় পর্যায়ের ক্ষুদে প্রোগ্রামাররা

স্টাফ রিপোর্টার : জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নিয়েছে ১ হাজার ২শ’ শিক্ষার্থী। সারাদেশের ১৯টি আঞ্চলিক পর্যায় থেকে বিজয়ী হয়ে তার ঢাকায় অংশ নেয়। এদের মধ্যে ১১০ জনকে বাছাই করে সেরা ঘোষণা করা হবে।

শুক্রবার (৭ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) এ প্রতিযোগীতার আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

ঢাকায় তিনটি ভ্যেনুতে প্রতিযোগিতায় বসে ষষ্ঠ থেকে দাদ্বশ শ্রেণির ক্ষুদে প্রোগ্রামাররা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শুক্রাবাদ ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে প্রোগ্রামিং কনটেস্ট। আর কেআইবিতে কুইজ প্রতিযোগিতা। সোয়া ১০টায় শুরু হওয়া এ অনুষ্ঠান শেষ হয় ১২টায়।

এরপর বিকেল ৪টায় কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্বের জাতীয়ভাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত থাকবেন।

গত ৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় আঞ্চলিক প্রতিযোগিতা।

(ওএস/এসপি/এপ্রিল ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test