E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আরও ১৫ হাজার কম্পিউটার ল্যাব হচ্ছে’

২০১৭ এপ্রিল ০৮ ১৩:০১:০৯
‘আরও ১৫ হাজার কম্পিউটার ল্যাব হচ্ছে’

নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের কম্পিউটারে দক্ষ করে তুলতে আগামী তিন বছরে দেশের স্কুল-কলেজগুলোতে আরও ১৫ হাজার কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ‍জুনাইদ আহমেদ পলক।

শুক্রবার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, “প্রতিটি স্কুল ও কলেজে কম্পিউটার ল্যাব করা হবে। ইতোমধ্যে দুই হাজার একটি শেখ রাসেল কম্পিউটার কাম ল্যাংগুয়েজ ল্যাব স্থাপন করেছি। আমাদের পরিকল্পনা আগামী তিন বছরে নতুন করে আরও ১৫ হাজার ল্যাব স্কুল ও কলেজে স্থাপন করব।

বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চার কোটি ৫৭ লাখ শিক্ষার্থী থাকার কথা জানিয়ে তিনি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে তাদের কম্পিউটার শিক্ষায় যোগ্য করে গড়ে তুলব, তাদের উদ্ভাবনীগুলোকে উৎসাহিত করব।”

পলক বলেন, “ইতোমধ্যে আমরা স্টার্স্টআপ বাংলাদেশ শুরু করেছি, সে ব্যানারে ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি করেছি, যে কোন প্রান্তে উদ্ভাবনী কোনো ধারণা যদি থাকে তাহলে এটি নিয়ে আসলে একাডেমি থেকে ডেভেলপ করব।”

ভবিষ্যতে তথ্য প্রযুক্তিতে দক্ষদের দেশে কর্মসংস্থানের জন্য ২৮টি আইটি পার্ক করা হচ্ছে জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে পলক বলেন, “তোমরা যখন কর্মজীবনে প্রবেশ করবে নতুন নতুন উদ্ভাবন নিয়ে, তখন যেন দেশের মাটিতে বসেই মেধার স্বাক্ষর রাখতে পার, সারা বিশ্ব জয় করতে পার সেজন্য আইটি পার্ক তৈরি করা হচ্ছে। এসব আইটি পার্কে আগামী ১০ বছরে ২০ লাখ তরুণ-তরুণী কর্মসংস্থানের সুযোগ পাবে।”

আগামীতে দুই হাজার একটি শেখ রাসেল কম্পিউটার কাম ল্যাংগুয়েজ ল্যাবে একই সাথে অনলাইনে প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করার পরিকল্পনার রয়েছে জানিয়ে পলক বলেন, “এর মাধ্যমে সারা বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই।”

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশিদ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসানসহ অন্যরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতায় দুই ক্যাটাগরিতে মোট ১১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

(ওএস/এসপি/এপ্রিল ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test