E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয়করণের দাবিতে আন্দোলনের ঘোষণা মাদরাসা শিক্ষকদের

২০১৭ এপ্রিল ১৭ ১৩:৩০:১৯
জাতীয়করণের দাবিতে আন্দোলনের ঘোষণা মাদরাসা শিক্ষকদের

স্টাফ রিপোর্টার : জাতীয়করণের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি’।

দাবি আদায়ে আগামী ২৬ এপ্রিল মানববন্ধন করে লাগাতার অবস্থান কর্মসূচিতে শুরু করবেন বলে জানিয়েছেন সমিতির নেতারা।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জেলা শিক্ষক প্রতিনিধিদের মতবিনিময় সভায় সমিতির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

সভায় বক্তারা বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা ও প্রাথমিক শিক্ষকদের ১৯৯৪ সালে একই পরিপত্রে ৫০০ টাকা বেতন নির্ধারণ করা হয়। পরবর্তীতে প্রাথমিক রেজিস্ট্রার্ড ২৬ হাজার ১৯৩টি স্কুল জাতীয়করণ করা হলেও স্বতন্ত্র মাদরাসার এক হাজার ৫১৯টি প্রতিষ্ঠানের শিক্ষকরা মানবেতন জীবন-যাপন করছেন।

বক্তারা বলেন, ২০১৩ সালে মহাজোট সরকার তাদের জন্য এক হাজার ও মহার্ঘভাতা ২০০ টাকা ঘোষণা করে। কিন্তু বাকি প্রায় সাড়ে পাঁচ হাজার স্বীকৃতিপ্রাপ্ত রেজিস্ট্রার্ড মাদরাসার শিক্ষকদের অনাহারে থাকতে হচ্ছে। অন্যদিকে, ১০ মাস ধরে বেতন বন্ধ সব শিক্ষকদের। তাই জাতীয়করণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

সংগঠনের সভাপতি আলহাজ কাজী রুহুল আমিন চৌধুরী বলেন, সরকার কওমি মাদরাসার দাবি মেনে নিয়েছে, অথচ সারাদেশে প্রায় ১০ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদারাসার ৪০ হাজার শিক্ষকের কান্না শুনছে না। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনের ঘোষণা দিয়েছি।

তিনি বলেন, আগামী ২৬ এপ্রিল বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন করে সেদিন পরবর্তী কর্মসূচি হিসেবে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হবে।

শিক্ষক সমাবেশে আরও বক্তব্য রাখেন সমিতির মহাসচিব কাজী মোকলেছুর রহমান, সহ-সভাপতি নজুরুল ইসলাম হিরন, আ. রহমান, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক মো. ছাইফউল্লাহ হেলাল ও বিভিন্ন জেলা শিক্ষক প্রতিনিধিরা।

(ওএস/এসপি/এপ্রিল ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test