E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ইবতেদায়ী শিক্ষকদের অবস্থান ধর্মঘটের দ্বিতীয় দিন

২০১৭ এপ্রিল ২৮ ১৩:৫৩:৫০
ইবতেদায়ী শিক্ষকদের অবস্থান ধর্মঘটের দ্বিতীয় দিন

স্টাফ রিপোর্টার : স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবিতে ২য় দিনের মত অবস্থান ধর্মঘট পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা।

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির ব্যানারে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তাদের এই কর্মসূচি চলবে রোববার পর্যন্ত।

সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান বলেন, রেজিস্ট্রেশনপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের ঘোষণা না দেয়া পর্যন্ত অবস্থান ধর্মঘট চলবে অাগামী রোববার পর্যন্ত। রোববারের পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচিতে অংশ নেয়া বক্তারা বলেন, ১৯৯৪ সালে এক পরিপত্রের মাধ্যমে রেজিস্টার বেসরকারি প্রাইমারী ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। সেখানে ইবতেদায়ী শিক্ষকদের বেতন ভাতার কথা বলা হলেও তা দেয়া হচ্ছে না।

বক্তারা অারো বলেন, ২০১৩ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার এক যোগে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করলেও ইবতেদায়ী মাদরাসাকে জাতীয়করণ করেনি। শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে অনেক সুপারিশ প্রেরণ সহ-শিক্ষা মন্ত্রণালয়ে অনেক সিদ্ধান্ত গ্রহণ করেছে। ১৯৯৪ সালে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় কর্মরত শিক্ষকদের বেতন ভাতা প্রদানের সিদ্ধান্ত থাকলেও তা পূরণ হয়নি।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা সাগর আহমেদ শাহীন, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম ফরাজী ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসা ভুইয়া প্রমুখ।

(ওএস/এসপি/এপ্রিল ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test