E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২৮৯ শিক্ষার্থী পেল দ্য স্কলারস ফোরাম বৃত্তি

২০১৭ মে ০৬ ১৩:০৫:৪০
২৮৯ শিক্ষার্থী পেল দ্য স্কলারস ফোরাম বৃত্তি

স্টাফ রিপোর্টার : ২০১৬ সালে নেয়া পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৮৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দিয়েছে দ্য স্কলারস ফোরাম ঢাকা।

শুক্রবার রাজধানীর সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

দ্য স্কলারস ফোরাম ঢাকার চেয়ারম্যান ডা. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের পরিচালক শাফিউল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও ঢাবির সাবেক সিনেট সদস্য প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান।

প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে শিক্ষার বিকল্প নেই। বর্তমান সময়ে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, একজন শিক্ষার্থীকে সফল হতে হলে পাশাপাশি কিছু আলাদা যোগ্যতা অর্জন করতে হয়।কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের ছাত্রসমাজ পড়ালেখা ছেড়ে এখন বিজাতীয় সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছে। যার ভয়াবহতা দেখা যাচ্ছে এসএসসি-এইচএসসিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফলে।

তিনি বৃত্তিপ্রাপ্তদের বাংলাদেশের সংস্কৃতি ও মূল্যবোধ মেনে চলার আহ্বান। এছাড়া অভিভাবকদের প্রতি পারিবারিক প্রথা অক্ষুন্ন রেখে সন্তানদের দেশপ্রেম, ধর্ম ও নৈতিক শিক্ষার মাধ্যমে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সর্বধর্মীয় সম্প্রীতি সভার কো-চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক সঞ্জীব চৌধুরী ও চট্টগাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগী অধ্যাপক কাজী বরকত আলী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যারিয়ার ডিজাইন ক্লাবের সভাপতি রাজিফুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোরামের সদস্য সচিব তোফাজ্জল হোসাইন হেলালীর।

দ্য স্কলারস ফোরামের এ বছরের বৃত্তি পরীক্ষায় রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তিন হাজার ৫৭৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্য থেকে তিনটি গ্রেডে ২৮৯ জনকে বৃত্তি দেয়া হয়।

(ওএস/এসপি/মে ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test