E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঘরে বসেই ভর্তির মডেল টেস্ট

২০১৭ মে ০৬ ১৫:০৮:৫৮
ঘরে বসেই ভর্তির মডেল টেস্ট

স্টাফ রিপোর্টার : ঘরে বসেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও বিসিএসসহ সব ধরনের নিয়োগ পরীক্ষার অনুরূপ মডেল পরীক্ষা দেয়ার সুযোগ নিয়ে এসেছে ‘আমি পারবো ডটকম’(amiparbo.com  )নামের একটি ওয়েবপোর্টাল।

শনিবার ঢাকা রিপোর্টার ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান আমি পারবো ডটকম লিমিটেডের পরিচালক এস এ এম মাহবুব উল আলম। এ সময় উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবু হেনা মোস্তফা কামাল, সিনিয়ার সাংবাদিক খায়রুল জামান কামাল প্রমুখ।

মাহবুব উল আলম বলেন, রেজিস্ট্রেশন করে যে কেউ আমি পারবো ডটকমের মাধ্যমে মডেল পরীক্ষা দিতে পারবেন। ২৪ ঘণ্টার জন্য ২০ টাকা, তিন দিনের জন্য ৫০ টাকা এবং ৭ দিনের জন্য ১০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে।

তিনি জানান, দেশের যে কোনো স্থান থেকে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব অথবা স্মার্ট মোবাইল ফোনের মাধ্যমে আমি পারবো ডটকমে লগিং করে রেজিস্ট্রেশন করা যাবে এবং পরীক্ষা দেয়া যাবে। বিকাশে রেজিস্ট্রেশন ফি জমা দেয়ার পর মোবাইলে একটি পিন নম্বর পাঠানো হবে। ওই পিন নম্বর দিয়ে একজন রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা পর্যন্ত যতবার খুশি মডেল টেস্ট দিতে পারবেন।

তিনি আরও জানান, একটি পিন নম্বর দিয়ে একাধিক ব্যক্তিও পরীক্ষা দিতে পারবেন। তবে একই সময়ে একজনের বেশি পরীক্ষা দিতে পারবেন না। আমি পারবো ডটকমে লগিং করে মডেল পরীক্ষা দেয়র সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থী নম্বরপত্রও পেয়ে যাবেন। সেই সঙ্গে ভুল উত্তরের সঠিক উত্তরও পেয়ে যাবেন।

তিনি বলেন, রেজিস্ট্রেশন করার পর যে বিষয়ে খুশি সেই বিষয়েই পরীক্ষ দেয়া যাবে। শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো, ডেন্টাল ও মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার অনুরূপ মডেল পরীক্ষা দিতে পারবেন।

এছাড়া বিসিএস প্রিলিমিনারি, প্রাথমিক সহকারী ও প্রধান শিক্ষক নিয়োগ, ব্যাংকের সকল পদের নিয়োগ পরীক্ষা, সহকারী থানা শিক্ষা অফিসার, বেসরকারি কলেজ নিবন্ধন পরীক্ষা, সকল অধিদফতরের সকল ধরনের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি অনলাইনে নেয়া যাবে বলে জানান মাহবুব উল আলম।

(ওএস/এসপি/মে ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test