E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাঠ্যপুস্তকের মূল পরিবর্তনগুলোতে সংশোধনের উদ্যোগ নেয়া হয়নি

২০১৭ জুলাই ০৭ ১১:৫৬:২৭
পাঠ্যপুস্তকের মূল পরিবর্তনগুলোতে সংশোধনের উদ্যোগ নেয়া হয়নি

নিউজ ডেস্ক : পাঠ্যপুস্তকের মূল পরিবর্তনগুলোতে সংশোধনের উদ্যোগ নেয়া হয়নি বলে অভিযোগ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। তাই পঞ্চম থেকে দশম শ্রেণির পাঠ্যবইগুলোতে প্রগতিশীল লেখকদের বাদ দেয়া লেখাগুলো পুনঃস্থাপনের দাবি জানিয়েছে উদীচী।

উদীচীর সভাপতি সফিউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা বলেছেন।

বিবৃতিতে তারা বলেন, পঞ্চম থেকে অষ্টম শ্রেণির বইগুলোর মূল পরিবর্তনগুলোতে হাত না দিয়ে কেবল বানানসহ দু-একটি ভুল সংশোধন করে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) দেশবাসীর সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছে। সরকার যে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে, তাদের কেবল নবম ও দশম শ্রেণির পাঠ্যবই–সংক্রান্ত বিষয়েই মতামত বা সুপারিশ দিতে বলা হয়েছে। অথচ প্রকৃতপক্ষে, পঞ্চম থেকে অষ্টম শ্রেণির বাংলা ও আনন্দপাঠ বই থেকে ব্যাপকভাবে প্রগতিশীল লেখকদের রচনা বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশেষজ্ঞ কমিটির করা সুপারিশগুলো বাস্তবায়নের দাবি জানানো হয় উদীচীর বিবৃতিতে।

বিবৃতিতে আরো বলা হয়, ২০১৭ সালের পাঠ্যবইগুলোতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পাদিত সাম্প্রদায়িক পরিবর্তন বহাল রেখে আগামী বছরের পাঠ্যবই মুদ্রণ করে বিতরণের আয়োজন করা হলে তা দেশের অসাম্প্রদায়িক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।

(ওএস/এসপি/জুলাই ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test