E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৭২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

২০১৭ জুলাই ২৩ ১৪:১৯:০০
৭২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

স্টাফ রিপোর্টার : চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার সারাদেশে ৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। গতবার এ সংখ্যাটি ছিল ২৫টি। অর্থাৎ এবার শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে প্রায় তিনগুণ। ১০টি শিক্ষা বোর্ডের ফলাফলে এমন তথ্য মিলেছে।

রবিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, গতবার ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থীই ফেল (অকৃতকার্য) করেছিল। এবার শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৭২টি। অর্থাৎ এবার শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের বেড়েছে ৪৭টি।

এদিকে, এবার শুধু শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাই বৃদ্ধি পায়নি, গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যাও কমেছে।

এ বছর (২০১৭ সাল) এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০টি বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। ১০টি বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৩৭ হাজার ৭২৬ জন। গত বছর (২০১৬) এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছিলেন ৫৮ হাজার ২৭৬ জন।

(ওএস/এসপি/জুলাই ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test