E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নার্স নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত স্বানাপের

২০১৭ অক্টোবর ০৮ ১৩:৪৬:৫২
নার্স নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত স্বানাপের

স্টাফ রিপোর্টার : প্রশ্নবিদ্ধ নার্স নিয়োগ পরীক্ষা বাতিল করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ)।

আজ (রবিবার) সংগঠনের সদস্য সচিব ইকবাল হোসেন সবুজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশ্নবিদ্ধ এ পরীক্ষাটি বাতিল করায় একটি ভাল নজির স্থাপিত হয়েছে।

বিবৃতিতে প্রশ্নপত্র বাতিলের সিদ্ধান্ত নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও বিপিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্বানাপ নেতারা।

তারা ভবিষ্যতে সব পরীক্ষায় আরও বেশি সতর্কতা অবলম্বনের অনুরোধ করেন। পাশাপাশি বিপিএসসির যে সব কর্মকর্তা-কর্মচারী প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অপকর্মে জড়িত তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তারা।

বিবৃতিতে স্বানাপ নেতারা প্রশ্নপত্র ফাঁসের খবর গুরত্ব দিয়ে প্রকাশ করায় বিভিন্ন গণমাধ্যম দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, দৈনিক ইনকিলাব, দৈনিক আমাদের সময়, উত্তরাধিকার ৭১ নিউজ, জাগো নিউজ ২৪.কম, রাইজিং বিডিসহ যারা এ ধরনের অন্যায়কে জনসমক্ষে নিয়ে এসেছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

(ওএস/এসপি/অক্টোবর ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test