E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পুরুষদের জন্য জন্মনিরোধক ট্যাবলেট!

২০১৮ জানুয়ারি ১১ ১৪:২৮:২২
পুরুষদের জন্য জন্মনিরোধক ট্যাবলেট!

স্বাস্থ্য ডেস্ক : চিকিৎসা শাস্ত্রের উন্নতির কল্যাণে অনেক আগেই অাবিষ্কৃত হয়েছে নারীদের জন্য গর্ভনিরোধক ওষুধ। এবার পুরুষদের জন্যও জন্মনিরোধক ভেষজ ট্যাবলেট আবিষ্কার করেছেন চিকিৎসকরা।

গবেষকেরা জানিয়েছেন, পুরুষের স্পার্মের মধ্যে এনজাইম রয়েছে তা এই ট্যাবলেটের সংস্পর্শে এসে দুর্বল হয়ে যাবে। এর ফলে নারীরাও গর্ভবতী হবেন না। এই ট্যাবলেট বাস্তবে প্রায় ৯৯ শতাংশ কার্যকরী। ইন্দোনেশিয়ার এক বিশেষ উদ্ভিদ 'জেন্ডারুস' গাছের রস দিয়ে তৈরি এই ভেষজ ট্যাবলেট।

গবেষকরা জানিয়েছেন, ইন্দোনেশিয়ার পাপুয়া দ্বীপের আদিবাসী পুরুষরা তাদের স্ত্রীদের গর্ভধারণ রুখতে দীর্ঘদিন ধরে এই গাছের রস ব্যবহার করে আসছেন।

১৯৮৫ সালে এয়ারলাঙ্গা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্যাংব্যাঙ্গ প্রাজোগো এই গাছটি প্রথম তার গবেষণাগারে গবেষণার জন্য এনেছিলেন। এরপর থেকেই এই ট্যাবলেট তৈরির কাজ শুরু হয়।

তবে এই ওষুধের সুফলের পাশাপাশি একটি কুফলও চিহ্নিত করেছেন গবেষকরা। তারা জানিয়েছেন এই ওষুধ সেবনে পুরুষের ওজন একধাপে অনেকটাই বেড়ে যেতে পারে। তাই এক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণে রাখাটাও গুরুত্বপূর্ণ।

(ওএস/এসপি/জানুয়ারি ১১, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test