E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সুস্থ বাংলাদেশের লক্ষ্যে কিডস রান

২০১৮ ফেব্রুয়ারি ২৩ ১২:১৩:৩৮
সুস্থ বাংলাদেশের লক্ষ্যে কিডস রান

স্টাফ রিপোর্টার : শিশুদের ভার্চুয়াল জগতে আসক্তি রোধে ও শারীরিকভাবে শক্তিশালী করে তোলার লক্ষ্যে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ-স্বাস্থ্যবান হিসেবে গড়ে তুলতে ‘কিডস রান’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে ‘দ্য গ্রেট বাংলাদেশ রান’ আয়োজিত শিশুদের জন্য প্রথম দৌড়ের ইভেন্টটি বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকের মাদানী অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয়।

সার্বিক নিরাপত্তা প্রদান এবং আয়োজনের একমাত্র সহযোগী হিসেবে ছিল বসুন্ধরা ডায়াপ্যান্ট লিমিটেড।

১২ বছরের কম বয়সী শিশুদের জন্য দৌড়ের এ ইভেন্টে ছিল তিনটি ক্যাটাগরি। ‘এ’ ক্যাটাগরি (৯-১২ বছর), ‘বি’ ক্যাটাগরি (৫-৮ বছর), এবং ‘সি’ ক্যাটাগরিতে ৫ বছরের কম বয়সী শিশুরা অংশ নিয়েছে। ক্যাটাগরি ‘এ’ ও ‘বি’ ২ কিলোমিটার এবং ‘সি’ ক্যাটাগরিতে ১০০ মিটার দৌড়ে অংশ নেয় শিশুরা।

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আগত শিশুদের অভিভাবকরা ইভেন্টটিতে অংশ নেন। অংশগ্রহণকারী শিশুদের অণুপ্রেরণা দিতে তাদের বাবা-মাকেও সঙ্গে সঙ্গে দৌড়াতে দেখা যায়।

বারিধারা থেকে আগত অভিভাবক মারিয়াম হক মৌসুমী বলেন, এই যান্ত্রিক শহরে আমরা চাকরি করে বাচ্চাদের স্বাস্থ্যের দিকে তেমন একটা নজর দিতে পারছি না। আমরা অনেকটা রোবটিক হয়ে যাচ্ছি। তাই আমাদের বাচ্চারা ভার্চুয়াল জগতে বেশি আসক্ত হয়ে যাচ্ছে। তাই এরকম আয়োজন দেখলেই রেজিস্ট্রেশন করি।

মারিয়াম হকের ভাতিজা আরাফ বলে, ২ কিলোমিটার দৌড়াতে অনেক কষ্ট হয়েছে। তবে শেষ করে অনেক আনন্দ পেয়েছি। ভাইয়ারা আমার সঙ্গে দৌড়িয়েছেন আর পানি দিয়েছেন। আমি পেরেছি কারণ প্রতিদিন সকালে আমি আমার বাবা-মার সঙ্গে দৌড়াই।

ইভেন্টটির আয়োজক প্রতিষ্ঠান ‘দ্য গ্রেট বাংলাদেশ রান’র মুখপাত্র সামসুজ্জামান আরাফাত বাংলাদেশে প্রথমবারের মতো টেকনাফ থেকে তেঁতুলিয়া দৌড়িয়েছেন।

সুস্থ থাকার লক্ষ্যে দৌড়ের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের বাচ্চারা স্বাস্থ্যকর জীবনযাত্রা নিয়ে অবগত না। কারণ সবাই আমরা কম্পিউটার, ট্যাব, অ্যান্ড্রয়েড নিয়ে ব্যস্ত থাকি।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test