E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রক্তস্বল্পতা থেকে বাঁচার ঘরোয়া উপায়

২০১৮ জুন ২৯ ১৭:৩৮:২৬
রক্তস্বল্পতা থেকে বাঁচার ঘরোয়া উপায়

স্বাস্থ্য ডেস্ক : বিশ্বের অধিকাংশ নারী রক্তে হিমোগ্লোবিনের অভাবে ভোগেন। ঋতুচক্র চলার সময় বা গর্ভাবস্থায় এই সমস্যা আরও বাড়ে। যার প্রভাবে দেখা দেয় শারীরিক দুর্বলতা, শ্বাসকষ্ট, অবসাদের মতো নানা রকম সমস্যা। রক্তে আয়রনের মাত্রা স্বাভাবিক রাখতে জেনে নেওয়া যাক কিছু ঘরোয়া টোটকা।

ঋতুকালে মেয়েদের শরীর থেকে প্রচুর পরিমাণ রক্ত বেরিয়ে যায়। ফলে শারীর দুর্বল হয়ে পড়ে। ডায়েটিশিয়ানদের মতে, রক্তে আয়রনের ঘাটতি মেটাতে প্রতিদিনের ডায়েটে ডিম, আপেল, তরমুজ, বেদানা, পালং শাক, ব্রোকোলি, বিট, পনির, কুমড়োর বীজ, আমন্ড, কিসমিসের মতো আয়রন সমৃদ্ধ খাবার রাখতে পারলে দ্রুত উপকার মিলবে।

আপেলে আয়রন ছাড়াও রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন আর মিনারেলস। ডায়েটিশিয়ানদের মতে, প্রতিদিন অন্তত এক কাপ আপেলের রস খেতে পারলে শরীরে আয়রনের ভারসাম্য বজায় রাখা সহজ হবে।

যারা রক্তস্বল্পতায় ভুগছেন, তাদের জন্য বেদানা খুবই উপকারী। বেদানায় আয়রনের পাশাপাশি রয়েছে ক্যালসিয়াম, ফাইবার আর প্রোটিন। তাই রক্তস্বল্পতার সমস্যা বেদানা খেতে পারলে উপকার পাওয়া যায়।

নাম শুনলেই হয়তো আতকে উঠবেন! কিন্তু রক্তস্বল্পতার সমস্যায় বিছুটি পাতা খুবই উপকারী। এই পাতায় রয়েছে ভিটামিন বি, ভিটামিন সি আর আয়রন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২ চামচ শুকনো বিছুটি পাতার গুঁড়ো ১০ মিনিট এক কাপ গরম পানিতে ভিজিয়ে রেখে মধু মিশিয়ে দিনে দু’বার খেতে পারলে রক্তস্বল্পতার ঝুঁকি অনেকটাই কমবে।

ফোলিক অ্যাসিড এক ধরনের ভিটামিন বি কমপ্লেক্স, রক্তে লোহিত কণিকা তৈরিতে যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণ ফোলিক অ্যাসিড। তাই রক্তস্বল্পতার সমস্যার মোকাবিলায় ডায়েটে রাখুন পর্যাপ্ত পরিমাণ সবুজ শাকসবজি।

আর একটা জরুরি কথা। চা, কফি, ঠাণ্ডা পানীয়, ওয়াইন বা বিয়ার শরীরের আয়রন শুষে নেয়। যারা রক্তাপ্লতায় ভুগছেন, তাদের এই খাবারগুলো এড়িয়ে চলাই ভাল।

(ওএস/এসপি/জুন ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test