E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আন্তর্জাতিক মানের নার্সিংয়ের তাগিদ বিএসএমএমইউ উপাচার্যের

২০১৯ এপ্রিল ০৪ ১৯:৫২:২৭
আন্তর্জাতিক মানের নার্সিংয়ের তাগিদ বিএসএমএমইউ উপাচার্যের

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেছেন, নার্সিং মহৎ পেশা। এই মহৎ পেশার মর্যাদা রক্ষায় বিএসসি নার্সিং বিষয়ে অধ্যয়নরত প্রত্যেক ছাত্রছাত্রীকে অবশ্যই দক্ষ নার্স হিসেবে গড়ে তুলতে হবে। যাতে করে রোগীদেরকে আন্তর্জাতিক মানের সেবা দেওয়া সম্ভব হয়।

বৃহস্পতিবার সকাল ১০টার সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীবাগের গ্রাজুয়েট নার্সিং বিভাগে বিএসসি নার্সিং কোর্সের নবম ব্যাচের ছাত্রছাত্রী নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠ করান গ্রাজুয়েট নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেবেল ডি রোজারিও। আর স্বাগত বক্তব্য রাখেন চিফ এস্টেট অফিসার ও বিএসসি নার্সিং ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব এ কে এম শরীফুল ইসলাম।

বিএসএমএমইউয়ের উপাচার্য তাঁর বক্তব্যে আধুনকি নার্সিং সেবার অগ্রদূত, আর্ত-মানবতার সেবায় মূর্ত-প্রতীক, মহীয়সী নারী ফ্লোরেন্স নাইটিংগেলে আদর্শে উজ্জীবিত হয়ে রোগীদেরকে সেবা দানের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ সিকদার, সাহানা আখতার রহমান, মুহাম্মদ রফিকুল আলম, মোহাম্মদ আতিকুর রহমান। সভাপতিত্ব করেন নার্সিং অনুষদের ডীন মনিরুজ্জামান খান। অতিথি হিসেবে উপস্থিত রেজিস্ট্রার এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক।

(ওএস/এএস/এপ্রিল ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test