E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

লিভার প্রতিস্থাপন : ভালো আছেন মা-ছেলে

২০১৯ জুন ২৬ ১৬:০০:২৫
লিভার প্রতিস্থাপন : ভালো আছেন মা-ছেলে

স্টাফ রিপোর্টার : অস্ত্রোপচার পরবর্তী কোনো ধরনের জটিলতা গত দুইদিনে দেখা দেয়নি। বিএসএমএমইউর হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান ও লিভার ট্রান্সপ্লান্ট চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডা. জুলফিকার রহমান বুধবার দুপুর ১২টায় এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, ‘আল্লাহর রহমতে মা-ছেলে দু’জনই সুস্থ আছেন। তবে এ ধরনের রোগীর ক্ষেত্রে সপ্তাহখানেক ঝুঁকিপূর্ণ সময়। চিকিৎসকরা সার্বক্ষণিকভাবে তার খোঁজ খবর রাখছেন।’

এর আগে গত ২৪ জুন বিএসএমএমইউতে প্রথমবারের মতো সিরাজুল ইসলাম নামে ২০ বছর বয়সী এক যুবকের দেহে সফল অস্ত্রোপচারের মাধ্যমে লিভার প্রতিস্থাপন (ট্রান্সপ্লান্ট) করা হয়।

লিভার সিরোসিসে আক্রান্ত সিরাজুল ইসলামকে ৪৭ বছর বয়সী গর্ভধারিণী মা তার লিভারের একাংশ দান করেন।

বিএসএমএমইউর সাত সদস্যের একটি চিকিৎসক দল প্রায় ১৮ ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারে অংশ নেন। তাদের সহায়তা করে ভারতের খ্যাতনামা লিভার ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ একটি দল।

(ওএস/এসপি/জুন ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test