E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি কমল ১১ শতাংশ

২০১৯ আগস্ট ২৮ ১৮:০৭:১৬
২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি কমল ১১ শতাংশ

স্বাস্থ্য ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (২৭ আগস্ট সকাল ৮টা থেকে ২৮ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) রাজধানীসহ সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫৭ জন। এর আগের ২৪ ঘণ্টায় (২৬ আগস্ট সকাল ৮টা থেকে ২৭ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৯৯ জন। অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে ভর্তি রোগীর সংখ্যা কমেছে ১৪২ জন বা ১১ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

ডা. আয়েশা আক্তার জানান, চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ (২৮ আগস্ট) পর্যন্ত সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ২২১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ৮২২ জন। বর্তমানে সারাদেশের হাসপাতালে ভর্তি ৫ হাজার ২২২ জন।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালের মধ্যে ঢাকা মেডিকেলে ৯০ জন, মিটফোর্ডে ৭৩, ঢাকা শিশু হাসপাতালে ২২, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮, বিএসএমএমইউয়ে ১৪, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে ১০, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭, বিজিবি হাসপাতাল পিলখানায় ১, সম্মিলিত সামরিক হাসপাতালে ১৪, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪৮, কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে ৩, নিটোরে দুজনসহ সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে মোট ৩৭২ জন ভর্তি হয়েছেন।

অপরদিকে বেসরকারি ও অন্যান্য হাসপাতাল এবং ক্লিনিকে ১৭৮ জনসহ ঢাকা শহরে মোট ৫৫১ জন এবং ঢাকার বাইরের বিভাগীয় হাসপাতালে মোট ৬৬৫ জন ভর্তি হয়েছেন।

ঢাকা শহর ব্যতীত ঢাকা বিভাগে ১৫৯ জন, চট্টগ্রামে ৯৭, খুলনায় ১৩৮, রংপুরে ১৩, রাজশাহীতে ৬৭, বরিশালে ১০৫, সিলেটে ৯ এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন গত ২৪ ঘণ্টায়।

(ওএস/এএস/আগস্ট ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test