E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্যামলীর বক্ষব্যাধি হাসপাতালে টেলিমেডিসিন সেবা শুরু

২০২০ এপ্রিল ০৭ ১৫:২০:৩১
শ্যামলীর বক্ষব্যাধি হাসপাতালে টেলিমেডিসিন সেবা শুরু

মনময় ইসলাম : মহামারী করোনার বিস্তার রোধে দেশে যে লক ডাউন চলছে, তারই প্রেক্ষিতে জনগণের সুবিধার জন্য শ্যামলীর বক্ষ্যব্যাধি হাসপাতাল গত ৪ এপ্রিল থেকে টেলিমেডিসিন সেবা শুরু করেছে। টেলিমেডিসিন সেবা প্রতিদিন সকাল ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত চালু থাকবে। বক্ষ্যব্যাধি বিশেষজ্ঞগণ রোগীর সমস্যা ও করনীয় সম্পর্কে  বিশেষজ্ঞ মতামত  দিচ্ছেন। প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থাপত্রও দেয়া হচ্ছে।

টেলিমেডিসিন সেবা গ্রহণের জন্য স্কাইপি লিংক(ntbcp) ও ফেইসবুক মেসেঞ্জার লিংক (https://web.facebook.com/chest.hospital.92) লিংক ব্যবহার করা হচ্ছে। এই লিংক দুটোতেই এই সেবা দেয়া হচ্ছে বলে জানান হাসপাতালের প্রকল্প পরিচালক ও উপ-পরিচালক ডাঃ আবু রায়হান। তিনি জানান, এই দুই লিংকে ভিডিও কলের সাধ্যমে ডাক্তারদের সঙ্গে সরাসরি কথা বলে রোগীর সমস্যা জানা হয়, পরে প্রেসক্রিপশন মেসেঞ্জারের পাঠিয়ে দেওয়া হয়।

গত ৪ এপ্রিল টেলিমেডিসিন সেবার উদ্বোধন করেন ডাক্তারদের সংগঠন বাংলাদেশ মেডিকেল এসেসিয়েশন (বিএমএ)’র সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন।

ডাঃ আবু রায়হান আরও বলেন, আমরা টেলি মেডিসিন সেবা চালু করেছি সাধারণ রোগীদের কথা চিন্তা করে। এই সেবা শুধু করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় নয়, এটা আমরা সব সময় অব্যাহত রাখবো।

(এম/এসপি/এপ্রিল ০৭, ২০২০)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test