E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে অনিয়মে জড়িতদের শাস্তি দাবি

২০২০ জুন ১১ ১৪:৩৫:৩৭
মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে অনিয়মে জড়িতদের শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার : করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতে ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের শাস্তি দাবি করেছেন মেডিকেল টেকনোলজিস্ট পেশায় প্রতিনিধিত্বকারী সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) সভাপতি আলমাছ আলী খান, মহাসচিব মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান, স্বাধীনতা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের (স্বামেপ) মহাসচিব শাহ আলম খান পারভেজ, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমট্যাব) সভাপতি একেএম মুসা লিটন, মহাসচিব বিপ্লব-উজ্জামান বিপ্লব, সম্মিলিত মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সভাপতি জহিরুল ইসলাম সরকার, মহাসচিব আওলাদ হোসেন খান, বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিস মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিপিএসএমটিএ) সভাপতি শফিকুল ইসলাম মহাসচিব সিরাজুল ইসলাম এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রায় ২৫ হাজার বেকার মেডিকেল টেকনোলজিস্ট রয়েছে দেশে, করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার সাথে সাথে করোনারোগীর নমুনা সংগ্রহ ও পরীক্ষার কাজে অংশ নেয়ার জন্য বেকার মেডিকেল টেকনোলজিস্টরা স্বাস্থ্যবিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন করেছেন। কিন্তু তাদের কাউকে কিছু না জানিয়ে অস্থায়ী ও মাস্টার রোলে ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেয়া হয়েছে যা মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগবিধির সম্পূর্ণ পরিপন্থী।

তারা বলেন, প্রচলিত নিয়োগ বিধিমালায় মেডিকেল টেকনোলজিস্টদের অস্থায়ী বা মাস্টার রোলে নিয়োগ দেয়ার কোনো বিধান নেই। উল্লিখিত ৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টকে কোন হাসপাতালে, কী প্রক্রিয়ায়, কোন কর্তৃপক্ষ, কী কী শর্তে, কোন তারিখে নিয়োগ দেয়া হয়েছে স্বাস্থ্যবিভাগের কেউ তা বলছেন না।

তাদের মতে, সম্পূর্ণ প্রক্রিয়াটি অস্বচ্ছ, উদ্দেশ্যপ্রণোদিত, ব্যক্তিস্বার্থে আর্থিক লেনদেন হয়েছে যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তারা এ ধরনের কাজের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং নিয়ম মেনে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের আহ্বান জানান।

(ওএস/এসপি/জুন ১১ , ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test