E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাদুমন্ত্র নয়, কাজ করে করোনা নিয়ন্ত্রণ হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২১ ফেব্রুয়ারি ১৩ ১৮:৫৬:৫৭
জাদুমন্ত্র নয়, কাজ করে করোনা নিয়ন্ত্রণ হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আছে বলেই
উন্নয়নের চাকা চলমান। কোনো জাদুমন্ত্র দিয়ে করোনা নিয়ন্ত্রণ হয়নি। এর জন্য কাজ করতে হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সমালোচনাকারীরা শুধু সমালোচনা করতে পারে। তাই সমালোচনাকে ঊর্ধ্বে রেখে সঠিকভাবে কাজ করলে এর সফলতা হবেই। শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা করোনা মোকাবিলায় সক্ষম হয়েছি। করোনা ভ্যাকসিনের জন্য বসে না থেকে গত মে মাস থেকে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছি।

তিনি আরও বলেন, এরইমধ্যে আমরা ভ্যাকসিন দেয়া শুরু করেছি। পৃথিবীর অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পায়নি। ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে আমাদের দেশ বিশ্বের ছয় নম্বরে রয়েছে।

জাহিদ মালেক বলেন, বর্তমানে দেশে ১৭ কোটি লোকের মধ্যে মাত্র ১৩০০ লোক করোনায় আক্রান্ত রয়েছে। আমাদের দেশে সুস্থতার হার ৯০ ভাগ। ভ্যাকসিন নেয়ার পাশাপাশি আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবেই আমরা দেশ থেকে করোনাভাইরাস আরও নিয়ন্ত্রণে করতে পারব।

তিনি বলেন, একটি পৌরসভা হচ্ছে জেলা শহরের ড্রয়ইং রুম। এই ড্রয়ইং রুম সাজানো গোছানো না থাকলে জেলার উন্নয়ন দৃশ্যমান হয় না। মানিকগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তর করতে হলে একটি মাস্টার প্ল্যান তৈরি করতে হবে।

আগামীতে যত উন্নয়ন হবে তা মাস্টার প্ল্যান অনুযায়ী হবে। আগামীতে পৌর এলাকায় একটি মিনি স্টেডিয়াম, শিশুপার্ক, শহরের খাল সৌন্দর্যবন্ধন প্রকল্প গ্রহণ করার জন্য পৌর মেয়রকে অনুরোধ জানান তিনি।

পৌর মেয়র রমজান আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- জেলা প্রশাসক এস.এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু প্রমুখ।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test