E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সপ্তাহের ব্যবধানে করোনায় মৃত্যু ৪৯ ও শনাক্ত ৬৭ শতাংশ বেড়েছে

২০২১ মার্চ ১৩ ১৭:০৪:৩৫
সপ্তাহের ব্যবধানে করোনায় মৃত্যু ৪৯ ও শনাক্ত ৬৭ শতাংশ বেড়েছে

স্টাফ রিপোর্টার : এক সপ্তাহের ব্যবধানে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে নমুনা পরীক্ষা, নতুন রোগী শনাক্ত, মৃত্যু এবং সুস্থতা সবই বেড়েছে। এপিডেমিওলজিক্যাল ৯ম সপ্তাহের (২৮ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ) সঙ্গে এপিডেমিওলজিক্যাল ১০ম সপ্তাহের (৭ মার্চ থেকে ১৩ মার্চ) তুলনামূলক বিশ্লেষণে এ চিত্র দেখা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে ১৪ দশমিক ৫২ শতাংশ নমুনা পরীক্ষা, ৬৭ দশমিক ২৭ শতাংশ নতুন রোগী শনাক্ত, ৪২ দশমিক ৪১ শতাংশ সুস্থতা এবং ৪৯ দশমিক শূন্য ২ শতাংশ মৃত্যু বৃদ্ধি পেয়েছে।

শনিবার (১৩ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৮ ডিসেম্বর থেকে ৬ মার্চ পর্যন্ত সময়ে এক লাখ ১ হাজার ৪৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে ৩ হাজার ৮৯৩ জন রোগী শনাক্ত, ৫ হাজার ৮৫৯ জন সুস্থ এবং ৫১ জনের মৃত্যু হয়।

অন্যদিকে ৭ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত সময়ে এক লাখ ১৬ হাজার ২৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এসময়ে ৬ হাজার ৫১২ জন নতুন করোনা রোগী শনাক্ত, ৮ হাজার ৩৪৪ জন সুস্থ এবং ৭৬ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

(ওএস/এসপি/মার্চ ১৩, ২০২১)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test