E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাশিয়ার টিকা আনতে চূড়ান্ত প্রস্তাব যাচ্ছে এ সপ্তাহে

২০২১ মে ৩০ ১৯:১৯:০৯
রাশিয়ার টিকা আনতে চূড়ান্ত প্রস্তাব যাচ্ছে এ সপ্তাহে

স্টাফ রিপোর্টার : রাশিয়ার করোনা টিকা আনতে তাদের চিঠির জবাবসহ চূড়ান্ত প্রস্তাব চলতি সপ্তাহের মধ্যে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

রবিবার (৩০ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

রাশিয়ার টিকা আনার বিষয়ে অগ্রগতির বিষয়ে জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘আমরা চিঠি লিখেছি। তারা আমাদেরকে জানিয়েছেন, কিছু তথ্য দিয়েছেন। আমরা তাদের রিপ্লাই (জবাব) দেব। তারপরে সিদ্ধান্ত হবে। দাম এখনও ঠিক করে পাঠানো হয়নি। এ সপ্তাহের মধ্যে আমরা পাঠাবো।’

অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত তথ্য নেই। তারা দেবে না এটা বলেনি। এখনও বলছে দেব।’

সীমান্তের পাঁচটি জেলার বিষয়ে অধিদফতরের অবস্থান সম্পর্কে জানতে চাইলে খুরশীদ আলম বলেন, ‘একটি মিটিং চলছে। গত সাত দিনের সংক্রমণের পরিসংখ্যান তুলে ধরেছিলাম। উনারা বলেছেন আমাকে জানানো হবে।’

সীমান্তবর্তী জেলায় কী স্থানীয় পর্যায়ে লকডাউন জারি করা হবে—এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘সম্ভবত স্থানীয় পর্যায়ে জারি করা হবে। এটার কোনো সঠিক সিদ্ধান্ত হয়নি।’

(ওএস/এসপি/মে ৩০, ২০২১)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test