E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বামনা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন স্টোর কিপারের গাড়ীর গেরেজ

২০১৪ সেপ্টেম্বর ০৩ ১৬:৪০:৩৩
বামনা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন স্টোর কিপারের গাড়ীর গেরেজ

বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার মো. আ. খালেকের আটোরিক্সা ও মাহেন্দ্র গাড়ীর গেরেজে পরিনত হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবন। মঙ্গলবার রাত ১২টায় স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটর ও বিদ্যুৎ লাইনে আটোরিক্সার ব্যাটারী চার্জ দেয়া অবস্থায় বামনা থানা পুলিশ জব্দ করেছেন।

জানা যায়, বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা নতুন ভবনের মধ্যে ১২৭ নম্বর ডক্টরস কক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার মো. আ. খালেক ভাড়ায় চালিত নিজস্ব আটোরিক্সা ও মাহেন্দ্র গাড়ীর গেরেজে হিসেবে দীর্ঘ দিন ধরে ব্যবহার করে আসছে। রাত-দিন আটোরিক্সা ও মাহেন্দ্র গাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনের নিচ তলায় রেখে জেনারেটর ও বিদ্যুৎ লাইনে ব্যাটারী চার্জ দেয়াসহ গাড়ীর যন্ত্রাংশ মেরামতের কাজ করে থাকেন।

মঙ্গলবার সন্ধ্যার পর আটোরিক্সা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের মধ্যে ১২৭ নম্বর ডক্টরস কক্ষের সামনে রেখে ৮টি ব্যাটারি চার্জ দিতে থাকে। রাত ৮টার দিকে বিদ্যুতের লোড শেডিং দেয়, তখন জেনারেটার চালানো করা হয়। এর কিছুক্ষণ পর রোগীদের পুরুষ ওয়ার্ডে একটি ফ্যানের কয়েল পুড়ে যায় এবং লাইনের বিভিন্নস্থান থেকে আগুনের ফুলকি পড়তে থাকে। এ জন্য রোগীসহ আগাত দর্শনাথীরা আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটাছুটি করে।

এরপর আগুনের উৎস খুঁজতে গিয়ে দেখা যায় স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের মধ্যে ১২৭ নম্বর ডক্টরস কক্ষের সামনে জেনারেটর ও বিদ্যুৎ লাইনে একটি আটোরিক্সায় ৪টি ব্যাটারি এবং মেজেতে ৪টি ব্যাটারী চার্জের জন্য জেনারেটরের লাইনের সাথে লাগানো। তখন স্বাস্থ্য কমপ্লেক্সের করর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. আতিকূল হককে অবহিত করলে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

এর ফাকে স্টোর কিপার মো. আ. খালেক ৪টি ব্যাটারী, চার্জার ও মাল্টিপ্লাগ নাইটগার্ড মো. আবুল বাশার গাজীর সহযোগিতায় অন্যত্র সড়িয়ে ফেলে, স্টোর কিপার মো. আ. খালেক স্বাস্থ্য কমপ্লেক্সের করর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীসহ উপস্থিত লোকজনদের গালাগাল দিতে থাকে। যার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ডা. মো. আতিকূল হক গাড়ী জব্দসহ কোন ব্যবস্থা না নিতে পেরে অসহায় হয়ে পড়েন। পরবর্তীতে বরগুনা সিভিল সার্জন ডা. মো. আনিসুর রহমানকে স্থানীয় উপস্থিত লোকজন মোবাইল ফোনে অবহিত করলে তিনি রাত ১২টায় বামনা থানা পুলিশের মাধ্যমে আটোরিক্সা জব্দ করান। আটোরিক্সা জব্দ করার জন্য বামনা থানার এএসআই মো. নাসির উদ্দিন বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে স্টোর কিপার মো. আ. খালেক তাকেও হুমকিসহ গালাগাল করে।

এছাড়াও স্টোর কিপার মো. আ. খালেক তখন উপস্থিত বামনা উপজেলা হাসপাতাল সুষ্ঠু ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বামনা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসাইন জমাদ্দারের সাথেও অসৌজন্য মূলক আচরণ করেছেন।
এব্যাপারে স্টোর কিপার আ. খালেক বলেন, আমি মাঝে মাঝে অটো রিক্সা চার্জ দেই কিন্তু তার বিল আমি অফিস ফান্ডে জমা দেই। আমার চার্জদেওয়ার জন্য হাসপাতালে কোন দুর্ঘটনা ঘটেনি।

(এমএইচ/এএস/সেপ্টম্বর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test