E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিজের পথে আসা সব কিছুকে গ্রাস করছে ইবোলা

২০১৪ সেপ্টেম্বর ১০ ১০:৩২:২৬
নিজের পথে আসা সব কিছুকে গ্রাস করছে ইবোলা

আন্তর্জাতিক ডেস্ক : ইতিহাসের ভয়াবহতম ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ২,৩০০-তে দাঁড়িয়েছে। ইবোলা ত্বরিত গতিতে ছড়িয়ে পড়ছে। লাইবেরিয়ার এক মন্ত্রী এটি সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ‘নিজের পথে আসা সব কিছুকে গ্রাস করছে ইবোলা।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার জানিয়েছে, পশ্চিম আফ্রিকার পাঁচটি দেশে ইবোলায় আক্রান্ত ৪,২৯৩ জনের মধ্যে এখন পর্যন্ত ২,২৯৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আগামী তিন সপ্তাহে লাইবেরিয়ায় ইবোলা আক্রান্ত হয়েছেন এমন কয়েক হাজার মানুষ চিহ্নিত হতে যাচ্ছেন।

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরে লাইবেরিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ব্রাউনি সামুকাই সতর্ক করে দিয়েছেন যে, তার দেশে ইবোলা মহাবিপর্যয়ে পরিণত হয়।লাইবেরিয়া ইবোলা মোকাবিলায় হিমশিম খাচ্ছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে তিনি বলেন, ‘ইবোলার সংক্রামণে লাইবেরিয়ার জাতীয় অস্তিত্ব চরম হুমকির মুখে পড়েছে। এ রোগ আমাদের রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের দেশে ইবোলা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। নিজের পথে আসা সবকিছুকে গ্রাস করছে ইবোলা। একে মোকাবিলায় বিদ্যমান দুর্বল স্বাস্থ্য খাত হতবুদ্ধ হয়ে পড়েছে।’

লাইবেরিয়ায় এখন পর্যন্ত ২০৪৬টি ইবোলা আক্রান্তের ঘটনা চিহ্নিত হয়েছে, যার মধ্যে ১২২৪ জন মারা গেছেন। এ ছাড়া, গিনিয়ায় ৫৫৫ জন, সিয়েরা লিওনে ৫০৯ জন, নাইজেরিয়ায় আটজন ও সেনেগালে একজন ইবোলায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

(ওএস/অ/সেপ্টেম্বর ১০, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test