E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে ফের ৩০ শিক্ষার্থী অসুস্থ

২০১৪ সেপ্টেম্বর ১৩ ১৯:০০:১৭
গৌরনদীতে ফের ৩০ শিক্ষার্থী অসুস্থ

বরিশাল প্রতিনিধি : জেলার গৌরনদী উপজেলার ৪টি প্রতিষ্ঠানের ৩০ শিক্ষাত্রী মাস হিস্ট্রিয়া রোগে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ২০ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে এই ঘটনার পর শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়, পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ, কাছেমাবাদ ছিদ্দিকীয়া কামিল মাদ্রাসা ও নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের চারটি ছুটি ঘোষণা করা হয়েছে।

মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী জানান, সকাল এগারোটার দিকে ক্লাশ চলাকালীন সময় নবম শ্রেনীর ছাত্রী উম্মে কুলসুম অসুস্থ হয়ে পরে। কিছু সময়ের মধ্যে একে একে ১৫ ছাত্রী অসুস্থ হয়ে পরলে পুরো স্কুলে আতঙ্ক ছড়িয়ে পরে। শিক্ষকেরা অসুস্থ্যদের গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

একইভাবে পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী মুন্নী খানমসহ ৫জন, নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৫জন ও কাছেমাবাদ ছিদ্দিকীয়া কামিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী লিমা আক্তারসহ ৫ শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পরে। এ ঘটনার পরপর কর্তৃপক্ষ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে ওইদিনের জন্য বন্ধ ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী বলেন, উপজেলার গেরাকুল আখতারুন্নেছা, নলচিড়া, মাহিলাড়া, পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কাছেমাবাদ মাদ্রাসায় গত চারদিনের ব্যবধানে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী একই রোগে আক্রান্ত হয়েছে।

(বিএস/এএস/সেপ্টেম্বর ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test