E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আগৈলঝাড়া ও গৌরনদীর অজ্ঞাত রোগ নির্ণয়ে মেডিকেল টিম গঠন

২০১৪ সেপ্টেম্বর ১৪ ১৫:১৯:৪৪
আগৈলঝাড়া ও গৌরনদীর অজ্ঞাত রোগ নির্ণয়ে মেডিকেল টিম গঠন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন স্কুলে ক্লাশ চলাকালিন সময়ে গত কয়েক দিন যাবত গন মনস্তাত্বিক অসুস্থতা রোগে আক্রান্ত হয়ে শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তির খবরে রোগ নির্ণয়ের জন্য ব্যবস্থা নিতে বাংলাদেশ রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনষ্টিটিউট (আইইডিসিআর) এর পক্ষ থেকে ৭ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ওই কমিটিকে তদন্ত শেষে তিন দিনের মধ্যে আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমানের নিকট রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ১৩ সেপ্টেম্বর আইইডিসিআর পরিচালক মাহমুদুর রহমান সাক্ষরিত পত্রে আইইডিসিআর উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. দিলরুবা সুলতানাকে প্রধান করে ৭ সদস্যর কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর সদস্যরা হলেন আইইডিসিআর আউটব্রেক ইনভেস্টিগেশন অফিসার ডা. মো. ওয়ালিউর রহমান, আইইডিসিআর রিসোর্স অফিসার ডা. আরিফুল ইসলাম, আইইডিসিআর ফিল্ড রিসোর্স এ্যসিসট্যান্ট বিএম রাজিব আহম্মেদ, রিসোর্স এ্যসিসট্যান্ট ফরহাদ হোসেন আখন্দ, রিসোর্স এ্যসিসট্যান্ট মো. হায়াতুজ্জামান রনি ও আইইডিসিআর মেডিকেল টেকনোলজি (ল্যাব), ভাইরোলজি বিভাগের মো. আ.মালেক। ওই মেডিকেল টিম গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার হাসপাতাল ও আক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থী ও শিক্ষকসহ তাদের অভিভাবকদের সাথে কথা বলার কথা রয়েছে।

রবিবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. সেলিম মিয়ার কাছে জানতে চাইলে তিনি তদন্ত কমিটি গঠন ও টিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে জানান,তিনি একটি ট্রেনিংএ আছেন। রোববার তারা বরিশালে এসেছেন। সোমবার তারা বিভিন্ন স্কুল পরিদর্শন করবেন। এদিকে শনিবার বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. ওহাব হাওলাদার ও সিভিল সার্জন ডা. এটিএম মিজানুর রহমান আগৈলঝাড়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।

উলে¬খ্য, গত বৃহস্পতিবার গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশত ছাত্রী, বুধবার গৌরনদী উপজেলার গেরাকুল আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ৫ ছাত্রী, মঙ্গলবার উপজেলার মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪জন, মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন ও আগৈলঝাড়ার মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থী অজ্ঞাতরোগে অসুস্থ হয়ে বরিশাল শেবাচিম, গৌরনদী ও আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে।

শিক্ষার্থীরা মাস ফাইসোগেনিক ইলনেস রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছে বলে জানিয়েছিলেন আগৈলঝাড়া ও গৌরনদীর হাসপাতালের চিকিৎসকরা। আগৈলঝাড়া ও গৌরনদীর বিভিন্ন স্কুলে ক্লাশ চলাকালিন সময়ে শতাধিক শিক্ষার্থী অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। কোথাও কোথাও স্কুল পর্যন্ত বন্ধ করে দেয়া পর্যন্ত হয়েছিল।

(টিবি/এএস/সেপ্টেম্বর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test