E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাতৃস্বাস্থ্য ও গর্ভবতী মায়েদের চিকিৎসায় ওরা ছয় জন

২০১৪ সেপ্টেম্বর ১৪ ১৮:২৮:৪৮
মাতৃস্বাস্থ্য ও গর্ভবতী মায়েদের চিকিৎসায় ওরা ছয় জন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : ওরা ছয় জন। বয়স অনুর্ধ্ব ১৭। কিন্তু মাতৃস্বাস্থ্য ও গর্ভবতী মায়েদের চিকিৎসা ও সন্তান প্রসবে বিভিন্ন জটিলতা ও প্রতিকারের সহজ উপায় ওরা উপস্থাপন করলো বেশ সাবলীলভাবে। বিশ্লেষণ ও হাতে-কলমে দেখালো অনুন্নত জনপদে জরুরী প্রয়োজনে গর্ভবতী মায়েদের চিকিৎসা ও প্রসব পদ্ধতি। এরা হলেন সারমিন আক্তার, সাবিনা আক্তার, সুমাইয়া আক্তার, হাপসা আক্তার, মাহবুবা আক্তার ও লামিয়া আক্তার। তারা খুলনার মিডওয়াইফ ডিপ্লোমা প্রোগামের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

রবিবার সকালে পটুয়াখালীর কলাপাড়া হাসপাতাল মিলনায়তনে মাতৃস্বাস্থ্য ও গর্ভবতী মায়েদের চিকিৎসা বিষয়ক মিডওয়াইফ ছাত্রীদের ইন্টারডেকশন অনুষ্ঠানে তারা উপস্থাপন করেন নতুন প্রজম্মের ধাত্রীদের প্রশিক্ষন ও গর্ভবতী মায়েদের চিকিৎসার বিভিন্ন দিক।

সমাজের পিছিয়ে পড়া নারীদের নিরাপদ চিকিৎসার জন্য খুলনার মিডওয়াইফ ডিপ্লোমা প্রোগামের ছাত্রীদের প্রশিক্ষন দেয়া হচ্ছে। আর্থিকভাবে অস্বচ্ছল মেধাবী ছাত্রীদের এখানে তিন বছর প্রশিক্ষনের মাধ্যমে তাদের দক্ষ ধাত্রী হিসেবে গড়া তোলা হচ্ছে। এদেরই একজন কলাপাড়ার ধানখালী ইউনিয়নের লামিয়া আক্তার।

তিনি জানালেন, যখন দেখলেন বিনা চিকিৎসায় এক মা সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যুবরন করেন, অদক্ষ ধাত্রীদের কারনে পৃথিবীর আলো দেখার আগেও কোন শিশু মারা যাচ্ছে। এ মাতৃ ও শিশু মৃত্যুর হার যাতে কমে আসে তাই এ ধাত্রী প্রশিক্ষন ইনষ্টিটিউটে তার ভর্তি হওয়া। বাঘেরহাটের সুমাইয়া খাতুন, সাবিনা আক্তার জানালেন, এখন তারা তাদের এ দক্ষতা শেয়ার করবেন সমাজের পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্য সেবায়। তারা হাতে কলমে ও স্লাইডের মাধ্যমে প্রদর্শন করেন মাতৃও শিশু স্বাস্থ্যের বিভিন্ন দিক ও জরুরী প্রয়োজনে ধাত্রীদের চিকিৎসা পদ্ধতি।



পিএইচডির উদ্যেগে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচডি’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান, ইউপি চেয়ারম্যান আ. মালেক খান প্রমুখ।

পিএইচডি’র ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম জানান, এ বছরই প্রথম ধাত্রী বিদ্যায় প্রশিক্ষানার্থীরা কলাপাড়ায় এসেছেন। তাদের মাধ্যমে পিএইচডি সুবিধাভোগীদের মাতৃ ও শিশু স্বাস্থ্য নিয়ে যারা কাজ করে তাদের অভিজ্ঞ করে তোলা হচ্ছে।

সিএমডিপি’র প্রকল্প ম্যানেজার শিরীন আফরোজ জানান, তাদের ইনষ্টিটিউটে এখন ৬০জন প্রশিক্ষন নিচ্ছেন। যারা সবাই সমাজের দুর্যোগ কবলিত এলাকা থেকে এসেছেন। তাদের উদ্যেশ্য ধাত্রী বিদ্যায় তাদেরকে দক্ষ করে গড়ে তোলা।

অনুষ্ঠানে পটুয়াখালী জেলায় কর্মরত পিএইচডি মাঠকর্মী, সাংবাদিক,কলাপাড়ার ২২টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচবি কর্মীসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

(এমকেআর/এএস/সেপ্টেম্বর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test