E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে ২ দিনে ২শ’ শিশুর নিউমোনিয়া

২০১৪ সেপ্টেম্বর ১৫ ১৭:০৩:৫০
নড়াইলে ২ দিনে ২শ’ শিশুর নিউমোনিয়া

নড়াইল প্রতিনিধি : নড়াইল হঠাৎ করে নিউমোনিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। ২ দিনে ২ শতাধিক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে।

তবে বেডে জায়গা না পেয়ে এসব শিশু রোগীদের অধিকাংশের ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝেতে। আক্রান্তদের মধ্যে নবজাতক থেকে শুরু করে ৭ বছরের শিশুর সংখ্যা বেশি।

এদিকে, সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে বেড রয়েছে মাত্র ১৫টি। এসব বেডে ভর্তি রয়েছে ৭৬ শিশু। প্রতিবেডে ৩ থেকে ৫ জন শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে হঠাৎ করে নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধিতে হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফ্লোরেও ঠাঁই মিলছে না অনেক শিশুর। তাদের পর্যাপ্ত চিকিৎসা সেবা দিতে হাসপাতালের নার্স ও চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। এর সঙ্গে যোগ হয়েছে ঘন ঘন লোডশেডিং বিড়ম্বনা।



পৌর এলাকার সালমা বেগম বলেন, তিনি তার শিশু সন্তানকে নিয়ে এসেছেন। কিন্তু গাদাগাদিতে অবস্থা খুবই খারাপ। বাচ্চার পাশাপাশি এখর তারাই অসুস্থ হয়ে পড়ছেন।

নড়াইল সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের নার্সরা জানান, বর্তমানে দুই শতাধিক শিশুকে চিকিৎসা দিতে গিয়ে তাদের হিমশিম অবস্থা। এছাড়া হাসপাতালে অক্সিজেন সংকট রয়েছে।

‍এ বিষয়ে নড়াইল সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আসাদ-উজ-জামান মুন্সী বলেন, আবহাওয়াজনিত কারণে হঠাৎ করে নিউমোনিয়ার প্রকোপ বেড়ে গেছে। ফলে প্রয়োজনীয় বেড, ওষুধ ও চিকিৎসকসহ নানা সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

(টিএআর/এটিআর/সেপ্টেম্বর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test